রাজ্যের খবর
Trending

জেলা হাসপাতালে অত্যাধুনিক অস্ত্রোপচার, নজির সরকারি হাসপাতালের চিকিৎসকের

Advanced surgery in district hospital, example of doctor in government hospital

The Truth Of Bengal: স্বল্প মূল্যে অথবা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সাধারণ মানুষকে মাইক্রো সার্জারি করে তাক লাগিয়ে দিচ্ছেন চিকিৎসক। সুন্দরবনের মানুষকে এতদিন এই অপারেশনের জন্য যেতে হতো কলকাতায়। এখন অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে সরকারি হাসপাতালের চিকিৎসকের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে এলাকার চিকিৎসা পরিকাঠামো।

রাজ্যের প্রত্যন্ত এলাকায় হাসপাতালের পরিকাঠামো এখন অনেক আধুনিক করা হয়েছে। অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি দেওয়া হয়েছে। এখন অনেক জটিল অপারেশন হচ্ছে সেই সব হাসপাতালে। তার বাইরেও অবশ্য এমন কিছু অপারেশন আছে যার জন্য জেলার মানুষকে যেতে হয় শহরে। তার মধ্যে অন্যতম মাইক্রোসার্জারি। স্বল্প মূল্যে অথবা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সাধারণ মানুষকে মাইক্রো সার্জারি করে তাক লাগিয়ে দিচ্ছেন সরকারি হাসপাতালের এক চিকিৎসক। সুন্দরবনের মানুষকে এতদিন এই অপারেশনের জন্য যেতে হতো কলকাতায়।

এখন অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে সরকারি হাসপাতালের চিকিৎসকের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে এলাকার চিকিৎসা পরিকাঠামো। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের ল্যাপারোস্কপিক সার্জেন ডাক্তার লোকনাথ মণ্ডল। গলব্লাডার স্টোন, অ্যাপেন্ডিক্স-সহ বিভিন্ন সমস্যায় যারা ভুগছেন, তাদের কাছে সহায় হয়ে দাঁড়াচ্ছেন ডাঃ লোকনাথ মণ্ডল। একেবারে নামমাত্র অথবা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে মাইক্রো সার্জারি করছেন তিনি। এলাকার মানুষকে আর দূরে যেতে হচ্ছে না। নিজের এলাকায় এমন পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষ।

চিকিৎসক লোকনাথ মণ্ডল এখনও পর্যন্ত বসিরহাট মহকুমা জুড়ে প্রায় এক হাজারেরও বেশি জটিল রোগের মাইক্রো সার্জারি করেছেন। সেই রোগীদের প্রায় সকলেই সুস্থ রয়েছেন এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।

প্রত্যন্ত এলাকার মানুষের সংসারে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। তাদের পক্ষে সম্ভব নয় ব্যয়বহুল চিকিৎসা। সেই মানুষগুলির কাছে ডাঃ লোকনাথ মণ্ডল সহায় হয়ে দাঁড়াচ্ছেন। রেফার না করে দিয়ে তিনি সরকারি হাসপাতালে বিভিন্ন জটিল অপারেশন করছেন। এমন একজন চিকিৎসককে পেয়ে গর্বিত এলাকার মানুষ।

Free Access

Related Articles