রাজ্যের খবর

চুরির অপবাদে নাবালক খুন! উত্তেজনা বারুইপুর উত্তর ভাগে

Accused of stealing minor murder! Excitement in the northern part of Baruipur

The Truth of Bengal: চুরির অপবাদে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে খুন। বারুইপুর উত্তরে ভাগে উত্তেজনা। আশ্রমে ঢুকে চুরি করার অভিযোগে ডেকে পাঠানো হয় তাকে। এরপরই চলে বেধড়ক মারধোর। বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের ওই নাবালকের মায়ের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই নাবালকের বাড়ি জীবন থানা এলাকায় মামার বাড়ি ঘুরতে আসে বারুইপুর উত্তর ভাগে।

তার বিরুদ্ধে আশ্রমের কিছু জিনিসপত্র চুরি করার অভিযোগ ওঠে। তারপরই তাকে ডেকে পাঠানো হয় ওই আশ্রমে। এরপরে চলে বেধরক মারধর। ঘটনার খবর পেয়ে ওই আশ্রমে যায় নাবালকের মামা তাকেও আক্রান্ত হতে হয়। গুরুতর আহত অবস্থায় ওই নাবালকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

স্থানীয় সূত্রে খবর, মারধরের পর হাত-পা বেঁধে ফেলে রাখা হয় ওই নাবালক এরপরই তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নাবালকের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়নতন্ত্রের রিপোর্ট এলেই কষ্ট হবে কিভাবে মৃত্যু হল ওই নাবালকের। ইতিমধ্যে নাবালক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুর উত্তরভাগে ।

Related Articles