মনোজ মিত্রকে গান স্যালুট দেওয়া হবে, শোকপ্রকাশ করে দার্জিলিংয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
A song salute will be given to Manoj Mitra, the Chief Minister announced in Darjeeling, expressing condolences

Truth Of Bengal: বাংলা নাট্যজগতে নক্ষত্রপতন। মঙ্গলবার সকাল ৮টা ৫০মিনিটে প্রয়াত হন বিশিষ্ট নাট্য পরিচালক মনোজ মিত্র। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মনোজ মিত্রের প্রয়াণে বাংলা নাট্য জগতে শোকের ছায়া নেমে এসেছে।মনোজ মিত্রের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, অভিনেতা,পরিচালকও নাট্যকার বঙ্গবিভূষণ মনোজ মিত্রের প্রয়াণে শোকাহত হলাম। তাঁর পরিবার, বন্ধু বান্ধবও পরিজনদের সমবেদনা জানাই। তাঁকে শ্রদ্ধা জানাতে গান স্যালুট দেওয়া হবে।
১৯৩৮ সালের ২২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মনোজ মিত্র। ১৯৫৮ সালে দর্শনে অনার্স পাস করেন। পড়াশোনার মাঝেই তিনি নাট্যচর্চায় যুক্ত হন। কলেজ জীবন থেকেই তাঁর থিয়েটারের প্রতি অনুরাগ জন্মায়। মনোজ মিত্রের প্রথম নাটক মৃত্যুর চোখে জল। এছাড়াও অবসন্ন প্রজাপতি, সিংহদ্বার, ফেরা সহ নানা নাটক তাঁর সৃষ্টির জগতকে আলোকিত করে। চলচ্চিত্রেও তিনি উজ্বল ছাপ রাখেন। বাঞ্চারামের বাগান, শত্রু সহ নানা সিনেমায় অভিনয় করেন মনোজ মিত্র।
সেই কৃতী ব্যক্তিত্বকে সম্মান জানাতে বাংলার সরকার বঙ্গবিভূষণ সম্মানে তাঁকে ভূষিত করে। মনোজ মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর। দার্জিলিং সফরের মাঝে এই খবর পেয়ে মনোজ মিত্রের শেষকৃত্যের ব্যবস্থা করার নির্দেশ দেন প্রশাসনিক প্রধান। তিনি বলেন,নাট্য পরিচালকের মৃত্যু অপূরণীয় ক্ষতি। উনি আমার পূর্ব পরিচিত ছিলেন, উনি চলে যাওয়ায় বাংলার বড় ক্ষতি। পরিবারের কথামতো শেষকৃত্যের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি ইন্দ্রনীল সেনকে নির্দেশ দেন,সুষ্ঠুভাবে শেষকৃত্যের ব্যবস্থা করার জন্য। সেইমতো রবীন্দ্র সদনে তাঁর দেহ রাখার ব্যবস্থা হয়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মনোজ মিত্রকে গান স্যালুট দেওয়া হবে।