ভিন্ন সমাজের বার্তা,ভাইফোঁটার প্রক্কালে গাছকে ফোঁটা দিয়ে পরিবেশ রক্ষার বার্তা
A message to protect the environment by planting trees in the spring of Bhaiphonta

Truth of Bengal, মাধব দেবনাথ,নদিয়া: প্রকৃতির এক অনন্য সৃষ্টি গাছ৷ সেই গাছ ব্যাতিত এই পৃথিবীতে মানুষের জীবন আক্ষরিক অর্থেই বিপন্ন৷ গাছ সহ এই প্রকৃতি পরিবেশকে বাঁচাতে না পারলে সমগ্র প্রানীকূল ধ্বংস হয়ে যাবে ৷ তাই গাছের সাথে আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষে প্রতিবছরের মতন এবছরও ভাতৃদ্বিতীয়া উপলক্ষে নদীয়ার যুগবার্তা পরিবারের উদ্যোগে আয়োজন করা হয়েছে অভিনব গাছফোঁটার ৷
আজ ২রা নভেম্বর, নদীয়ার শান্তিপুরের গলায়দড়ি বটতলায় নদীয়ার যুগবার্তা পরিবারের ব্যবস্থাপনায় বটবৃক্ষকে চন্দনের ফোঁটা দেওয়া৷ সাথে ধান, দূর্বাঘাস দিয়ে গাছের দীর্ঘায়ূ কামনা করে মিস্টি মুখ করানো হয় ৷ ঠিক আমাদের বোনেরা যেভাবে ভাইয়ের মঙ্গল কামনা করেন এখানেও ভাইজ্ঞ-বোনেরা গাছের মঙ্গল কামনা করেন ৷ গাছের কপালে ফোঁটা দিয়ে তারা বলেন যে, “গাছের কপালে দিলাম ফোঁটা, গাছ দস্যুদের দুয়ারে পড়লো কাঁটা৷ সত্যিই গাছ দস্যুদের দূয়ারে কাঁটা পড়লো কিনা তা জানেন না অনেকেই৷
তবু গাছকে কেন্দ্র করে যে, আবেগ সেই আবেগ সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা ৷ এ প্রসঙ্গে অভিনেতা, কৌতুক শিল্পী, ‘ভক্তভানু’ অনুপম সরকার জানান যে, তারা গোবিন্দপুরের গলাইদড়ি বটতলা সহ বিভিন্ন জায়গায় গাছের গায়ে মোটামোটা পেরেক পুঁতে লাগানো পোস্টার, হোর্ডিং, ব্যানার খুলে গাছগুলিকে দৃষ্টনন্দন করে তুলেছেন ৷ সেই কাজের ধারাবাহিকতা রাখার জন্য এবার গলাইদড়ি বটতলার প্রাচীন একটি বটবৃক্ষকে ফোঁটা দিয়েছেন৷
শান্তিপূর সাহিত্য পরিষদের সম্পাদক সুশান্ত মঠ বলেন যে, স্থানীয় মানুষকে সচেতন করার জন্যই তারা এমন উদ্যোগ নিয়েছেন ৷ নদীয়ার যুগবার্তা পরিবারের সম্পাদক সঞ্জিত কাষ্ঠ বলেন যে, তারা পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন সময় আক্রান্ত হয়েছেন ৷ কিন্তু তাতে দমে না গিয়ে পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করবার জন্যই গাছফোঁটার আয়োজন করেন দীর্ঘ ৯বছর থেকে ৷