রাজ্যের খবর
Trending
আধার কার্ড বাতিল নিয়ে নির্বাচন কমিশনে গেল তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের প্রতিনিধি দল
A delegation of 5 members of Trinamool Congress went to the Election Commission

The Truth Of Bengal : আধার কার্ড বাতিল নিয়ে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। ৫ সদস্যের এই প্রতিনিধি দল দেখা করল কমিশনের সঙ্গে। প্রতিনিধি দলে আছেন সুখেন্দু শেখর রায়, প্রতিমা মণ্ডল, দোলা সেন, সাজদা আহমেদ ও সাকেত গোখলে। প্রতিনিধি দল পাঠানো কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ক। কথা মতো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে তৃণমূল প্রতিনিধি দল। কমিশনের দফতরে আধার বাতিল নিয়ে একটি স্মারকলিপি জমা। কমিশনের কাছে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কথা জানানো হয়েছে। কমিশন যাতে কোনও চাপের কাছে মাথা নত না করে সেই আর্জিও জানানো হয়েছে।
FREE ACCESS