রাত্রে বাড়িতে খেতে বসে দেয়াল চাপা পড়ে একই পরিবারের আহত ৫ মৃত ১
5 dead 1 injured from the same family when the wall collapsed while eating at home at night

The Truth Of Bengal,বাবলু প্রামানিক,দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের বকুলতলা থানার বেলে দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব দুর্গানগর গ্রামের জমাদার পরিবার, স্বামী-স্ত্রী ছেলেমেয়ে নিয়ে সজনী খেতে বসেছিল রাত্রে, সেই খাওয়াই শেষ খাওয়া হলো গৃহবধু শাহানারা জমাদারের কলকাতায় নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে বৃষ্টি কমে যাওয়ার পরে পরে মাটির দেয়াল কিন্তু নড়বড়ে হয়ে যায়, জমাদার পরিবার যখন খেতে বসেছিল তখন হঠাৎ মাটির দেয়াল ভেঙে পড়ে তাদের গায়ের উপর, চিৎকার চেঁচামেচিতে এই এলাকার মানুষজন দৌড়ে এসে মাটির ভেতর থেকে ৬ জনকে উদ্ধার করে স্থানীয় নিমপীঠ হাসপাতাল নিয়ে যায়।
সেখান থেকে গৃহবধূ শাহনারা জমাদার এবং আরেকটি ছেলেকে কলকাতা স্থানান্তরিত করা হয়, রাস্তায় স্থান-রাজ আমাদের মৃত্যু হয়। ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসার পর নুর জামাল জমাদার সহ এক ছেলে এক মেয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, সুরত জমাদারের চিকিৎসা চলছে নিমপীঠ হাসপাতালে, কলকাতার মৃত্যুর সঙ্গে রয়েছে এক মেয়ে। এলাকায় রয়েছে শোকের ছায়া তদন্তে পুলিশ।