ধসে যাওয়া ব্রিজ সংস্কার, সংস্কারে ১৪ কোটি টাকা বরাদ্দ, খুশি এলাকার মানুষ
Renovation of the collapsed bridge

The Truth of Bengal: এলাকার মানুষের পারাপারের একমাত্র গুরুত্বপূর্ণ ব্রিজটি ধসে গিয়েছিল অতিবৃষ্টির জেরে। তিন বছর আগে ২০২০ সালে অতিবৃষ্টির কারণে ধসে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের পলাশপাই খালের ওপর থাকা কংক্রিটের ব্রিজের একাংশ। বহু মানুষের ভরসা সেই ব্রিজ ধসে যাওয়ায় সমস্যা হচ্ছিল। তারপর সেখান বাঁশের সাঁকো তৈরি করে অস্থায়ী ব্যবস্থা করা হয়েছিল।
যদিও ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে হচ্ছিল মানুষকে। এবার ধসে যাওয়া সেই পাকা ব্রিজ সংস্কারের উদ্যোগ নেওয়া হল। পর ১৪ কোটি টাকা ব্যয়ে দাসপুরের পলাশপাই খালের ওপর থাকা ব্রিজটি সংস্কারে উদ্যোগী হয়েছে প্রশাসন। দাসপুর থেকে কোলাঘাট যাওয়ার জন্য বিকল্প পথ হিসেবে ব্যবহার করা হতো ওই রাস্তাটি। দাসপুর প্রধানত শাকসবজি ও শীতকালীন ফুল চাষের এলাকা। এলাকার কৃষকরা শাকসবজি ও ফুল নিয়ে পাড়ি দিতেন কোলাঘাটে।
ব্রিজ ধসে পড়ায় চরম সমস্যায় পড়ছিলেন তাঁরা। পাশে গড়ে তোলা বাসের সাঁকোটি পলাশপাই খালে জল বাড়তেই ভেঙে গিয়েছিল। খালের একদিকে রয়েছে নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত। অপরদিকে রয়েছে খেপুত গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি ওই সড়কটি দাসপুর থেকে কোলাঘাট যাবার জন্য বিকল্প পথ হিসেবে ব্যবহার করে জেলার মানুষ। মানুষের ভোগান্তি দূর করতে এবার ধসে যাওয়া সেতুটি সংস্কারে বরাদ্দ হয়েছে ১৪ কোটি টাকা। খুশি এলাকার মানুষ।