রাজ্যের খবর
জলপাইগুড়িতে অবৈধ দেশী মাদকসহ গ্রেফতার ১
1 arrested with illegal country drugs in Jalpaiguri

The Truth Of Bengal, Jalpaiguri: বুধবার অবৈধ মদ সহ একজনকে গ্রেফতার করলো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার পুলিশ।
সূত্রের খবর, বুধবার গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ জল্পেশ মেলার মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেই সময় একটি টোটো এবং ছোটো চার চাকার গাড়িকে সন্দেহজনক মনে হওয়ায় ২ টি গাড়িকে আটক করে পুলিশ। সেই গাড়ি ও টোটো থেকে উদ্ধার হয় বেআইনি দেশী মদ। এদিন ২৯০ বোতল দেশী মদ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই টোটো চালককে গ্রেফতার করেছেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। বুধবার তাঁরা জানান ,এই ধরনের অভিযান লাগাতার চলবে।
FREE ACCESS