বাংলাদেশে পাচারের আগে শিলিগুড়ি মহাকুমার বিধাননগর এলাকা থেকে ২৮টি মহিষ সহ গ্রেফতার ১
1 arrested along with 28 buffaloes from Siliguri's Bidhannagar area before being smuggled to Bangladesh

The Truth Of Bengal: ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ। বাংলাদেশে পাচারের আগে মহিষ উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগর এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি কন্টেনার এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ। চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। তবে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম হাবিবুর আনসারুল হোসেন (১৯)। সে উত্তর দিনাজপুর জেলার ডালখোলার বাসিন্দা।
বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বিধান নগর এলাকায় একটি ১০ চাকা কন্টেনার আটক করা হয়। ওই কন্টেনার থেকে মোট ২৮টি মহিষ হয়েছে। উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনা তদন্ত নেমেছে বিধান নগর থানার পুলিশ। বিধান নগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।