Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার গঙ্গসাগরে সাগর গ্রামীণ হাসপাতালে বাসি খাবার পরিবেশনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। অভিযোগ, ওই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের রাতের খাবার হিসেবে পরিবেশন করা হয় বাসি ও পচা খাবার। রোগীরা খাবারের স্বাদ ও গন্ধ থেকেই বুঝতে পারেন, খাবার টাটকা নয়। এরপরেই রোগী এবং তাদের পরিবারের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি একাধিক রোগী যখন খাবার গ্রহণ করতে যান, তখন তারা দেখতে পান খাবারের মধ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং স্বাদও বদলে গেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে রোগীরা এবং তাদের পরিবার সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সন্দীপ কুমার পাত্র। তিনি ক্ষতিগ্রস্ত রোগী ও পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
ঘটনার পর তিনি আশ্বাস দেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ততক্ষণে উত্তেজিত রোগী ও তাদের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় থানার পাশাপাশি সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনার জেরে জেলা স্বাস্থ্য দপ্তরও নড়েচড়ে বসেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
এখন দেখার বিষয়, তদন্তে কী উঠে আসে এবং প্রশাসন কত দ্রুত দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়। তবে আপাতত এলাকার মানুষ ও রোগীদের পরিবার এই ঘটনায় ক্ষুব্ধ ও হতাশ।