Uncategorized

রাজের ফেইসবুক প্রোফাইল হ্যাক! চিন্তার ভাঁজ পরিচালকের কপালে

Raj's Facebook profile hack! A fold of thought on the director's forehead

Truth Of Bengal: হ্যাকারের কবলে টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর ফেসবুক আক্যাউন্ট। পাল্টে গিয়েছে পেজের নাম। বিদেশী ভাষায় কিছু লেখা রয়েছে। তবে পেজটির বায়োতে ইংরেজিতে লেখা রয়েছে রাজ চক্রবর্তীর বিষয়েই। কার্যত চিন্তার ভাঁজ পরিচালকের কপালে।

জানা গিয়েছে, তিনটি প্রোফাইল হ্যাক হয়েছে। প্রোফাইলগুলির মধ্যে একটি পরিচালকের ব্যক্তিগত প্রোফাইল, একটি তাঁর ব্যক্তিগত পেজ আরেকটি প্রযোজনা সংস্থার পেজ। রাজের পেজের অস্তিত্ব ফেসবুক থেকে মুছে গিয়েছে।

এবিষয়ে পরিচালক জানান,”সমাজমাধ্যমের খুঁটিনাটি আমি নিজে বিশেষ একটা বুঝি না। সেগুলো দেখভালের জন্য আমার একটা বিশেষ দল রয়েছে। পেজের নাম যে বদলে গিয়েছে, সেই নোটিফিকেশন সকলের কাছে যায়। সকাল থেকেই অনেকেই আমাকে ফোন এবং মেসেজ করে বিষয়টা জানান। তার পর বিষয়টি বুঝতে পারি।” তিনি আরও জানান, গত কয়েকদিন ধরেই তাঁর ফেসবুক প্রোফাইলে বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছিলো। অদ্ভুত কিছু হচ্ছিলো। কিন্তু তিনি গুনাক্ষরেও টের পাননি ইটা হ্যাকারদের কারসাজি।

ইতিধ্যেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় রাজ অভিযোগ জানিয়েছেন পরিচালক। রাজ চক্রবর্তী বলেন, “আমাদের তরফে যা যা পদক্ষেপ করা সম্ভব, আমরা করেছি। এখন উত্তরের অপেক্ষায় রয়েছি।”

Related Articles