Uncategorized

কিভাবে সূচনা হলো বাগদেবীর আরাধনা , জেনে নিন বাংলার বসন্ত পঞ্চমী প্রচলনের ইতিহাস

How the worship of Bagdevi started, know the history of Basant Panchami tradition in Bengal

The Truth Of Bengal : বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনা একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধি অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয়। আর এই মাঘ মাসের সবচেয়ে বেশি জনপ্রিয় ফল হল কুল। উল্লেখ্য ছোটরা কখনোই সরস্বতী পুজোর আগে সেই কুল দাঁতে ও কাটেনা। প্রত্যেকটি ছোট ছেলেমেয়েদের থেকে শুরু করে বড়দের কাছে এই সরস্বতী পুজো  এক অন্যতম উৎসব । মাঘমাসের পঞ্চমী তিথিতে যেহেতু এই পুজো হয় , তাই এই পুজো বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

শাস্ত্রীয় বিধি অনুসারে, সরস্বতী পুজোর দিন সকালেই এই পুজো সম্পন্ন করা যায়। সরস্বতীর পুজো সাধারণ পূজার নিয়মানুসারেই হয়। তবে এই পুজোয় কয়েকটি বিশেষ  সামগ্রীর প্রয়োজন হয়। যথা আমের মুকুল, দোয়াত-কলম ও যবের শিষ। এছাড়াও পুজোর জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয়।

উল্লেখ্য বসন্ত পঞ্চমীর  দিন সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের বাড়িতে ও সর্বজনীন পূজামণ্ডপে সরস্বতীর দেবীর পুজো করা হয়। তাছাড়াও প্রতিটি হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজনের প্রচলন রয়েছে । পাশাপাশি  পুজোর দিনে শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বজনীন পুজো মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়।

Free Access