সুমন মণ্ডল, ঘাটাল: বারোয়ারি পুজোগুলোর পাশাপাশি বিভিন্ন স্থানে এই পুজোর আয়োজন করা হয়। তেমনই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানা কালীপুজোর বিশেষ আয়োজন করে।
আরও পড়ুন: ফের নক্ষত্রপতন! প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ

বেশ কয়েক বছরের পুজো এটি। প্রায় ৩ টে এলাকা এই থানার মধ্যে পড়ে। অন্যান্য এলাকা থেকে সাধারণ মানুষ এই পুজোতে অংশগ্রহণ করেন। পুজোর ভোগ তৈরি হয়। হাজার হাজার মানুষ এই ভোগ খেতে ভিড় জমান। কালীপুজো উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও ‘নরনারায়ন সেবার’ আয়োজন করলেন চন্দ্রকোনা থানার পুলিশ কর্মীরা।

থানা চত্বরেই এই সেবার আয়োজন করা হয়। চন্দ্রকোনা থানার ওসি শুভঙ্কর রায় নিজে হাতে সকলকে খাবার পরিবেশন করেন। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারপারসন প্রতিমা পাত্র।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এই অনুষ্ঠানে খিচুড়ি ভোগ রান্না করা হয়। এলাকার প্রায় দশ হাজার মানুষকে চেয়ারে বসিয়ে যত্ন সহকারে পেট ভরে খাওয়ানো হয়। থানা সংলগ্ন কালীপুজো উৎসব কমিটির তরফে এই আয়োজন করা হয়। চন্দ্রকোনা থানা চত্বরে চলে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। থানার ভিতরেই মন্দির, সেখানে ধুমধাম করে হয় মায়ের আরাধনা। এলাকা শিল্পীদের সঙ্গে যোগ দিয়েছিলেন পুলিশকর্মীরাও। যেভাবে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পুলিশ কর্তারা পুজো সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজসেবামূলক কাজ করেছেন তা অভিনব। থানার বড়বাবু শুভঙ্কর রায় বলেন, ‘পুজো উপলক্ষে সমাজ সেবামূলক কাজ, কমিউনিটি পুলিশিং সবকিছুই চলছে। পুলিশের শ্যামা পুজোতে শামিল হচ্ছেন এলাকার সকল শ্রেণীর মানুষ।’
 
				 
						





