ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত একই পরিবারের ২, গুরুতর আহত ১
2 of the same family died due to the terrible fire, 1 was seriously injured

The Truth Of Bengal: ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে মৃত ২। ঘটনাটি ঘটেছে লিলুয়া থানার চকপাড়ায় নতুন পল্লী এলাকায়। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক মহিলা।
সূত্রের খবর, রবিবার রাতে লিলুয়া থানার চকপাড়ায় নতুন পল্লী এলাকায় একটি দরমার ঘরে ছিলেন শাশুড়ি ও মেয়ে জামাই। বাড়িতে কোনরকম বিদ্যুৎ সংযোগ ছিল না । কেরোসিন তেলের বাতি অথবা ধুপ জাতীয় কোন বস্তু থেকে আগুন লেগে এই ঘটনা ঘটে । প্রাথমিক পর্যায়ে স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগানোর সঙ্গে সঙ্গে খবর দেয় স্থানীয় লিলুয়া থানায় ও দমকলে।
এরপর কিছুক্ষণের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এসে দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল বাহিনী । তবে ততক্ষণে ঘরের মধ্যে অগ্নি দগ্ধ হয়ে মারা যান মা আঙুর বালা দলুই (৮৪) ও জামাই মধু সানা (৬০)। এরপর আশঙ্কাজনক অবস্থায় মেয়ে কমলা সানাকে (৪৫) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সানা।
FREE ACCESS