একঘেয়েমি কাটাতে যেতে চান সবুজঘেরা কোনও নির্জন প্রান্তে? ঘুরে আসতে পারেন কোদোপোলে
Tourism of West Bengal

The Truth of Bengal: শহরের একঘেয়ে জীবন ভালো লাগছে না!একঘেয়েমি কাটাতে যেতে চান সবুজঘেরা কোনও নির্জন প্রান্তে ? তাহলে যেতেই পারেন ঝাড়গ্রামের কাছের সাঁকরাইলে। সবুজে ঘেরা মনোরম দৃশ্য আপনাকে মাতোয়ারা করে তুলবে। তাই পুজোর ছুটির ফাঁকে আপনি ঘুরে আসতে পারেন কোদোপোলে। এই এগ্রো ট্যুরিজম পার্ককে ঘিরে বে্ড়ানোর মনোরম পরিবেশ তৈরি হয়েছে।ডুলুং এবং সুবর্ণরেখা নদীদ্বারা বেষ্টিত ৭৫একর জমির উপর গড়ে উঠেছে প্রকৃতি ভ্রমণ কেন্দ্র |
এখানে বিভিন্ন ওষুধি বৃক্ষ এবং আম, ড্রাগন ফলের মতো নানা ফল গাছের সমারহ রয়েছে | পর্যটকরা নৌকা বিহারের আনন্দ উপভোগ করতে পারেন এখানে | এছাড়াও আকর্ষণের কেন্দ্রে রয়েছে দুটি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে লাগানো রয়েছে ৯৫ টি সৌর বাতি | রয়েছে পর্যটকদের জন্য ৮ টি সুসজ্জিত কটেজ | কান পাতলেই এখানকার জঙ্গলে শোনা যায় হায়না, শেয়াল এর মতো নিশাচার প্রাণী এবং হাতির পদশব্দ। সেই প্রকৃতি ভ্রমণ কেন্দ্রকেই পুজোর আগে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে।একশদিনের প্রকল্পের আওতায় ভিতর থেকে বাইরে সর্বত্র সাজানোর কাজ চলছে।
ভ্রমণ পিপাসু বাঙালির কাছে ঘোরার জায়গা বলতে দীঘা,দার্জিলিং ছাড়া রয়েছে জঙ্গলমহল।আর এই জঙ্গলমহলের অসম্ভব সুন্দর সবুজ অঙ্গন রয়েছে ঝাড়গ্রামে ।যেখানে দূষণমুক্ত খোলা হাওয়া মন ভালো করে দেয়।মনোরম পরিবেশের মাঝে প্রিয়জনকে নিয়ে অনেকেই কাটিয়ে যেতে চান।তাই শীতের আগে পুজো থেকেই এখানে পর্যটকদের ঢল নামে।দেদার পর্যটকরা আসেন মনের মতো জায়গায় ঘুরতে।জোড়া নদীর হাওয়া খেলে যে আলাদা আমেজ আসবে সেকথা সবাই একবাক্যে বলছেন।
Free Access