
The Truth of Bengal,Mou basu: আস্ত স্মার্টফোন নিয়ে চলাফেরা করার দিন শেষ। এবার জামায় আটকানো ছোট্ট এআই প্রযুক্তির সাহায্যে চলা একটা পিনই ফোনের যাবতীয় কাজকর্ম করবে। বহুজাতিক সংস্থা অ্যাপলের প্রাক্তন কর্মী ইমরান চৌধুরী আর বেঠানি বনজিওরনো মিলে Humane নামে কৃত্রিম মেধার একটি সংস্থা গড়েন। সেই সংস্থাই AI pin তৈরি করেছে। ”Humane AI pin” হল একটি ছোট্ট চৌকো আকারের যন্ত্র যা খুব সহজেই জামায় আটকানো যাবে। পিনের ডিজিটাল অ্যাসিসট্যান্ট দিচ্ছে ওপেনএআই জিপিটি-৪ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) আর মাইক্রোসফটের এআই টুল।
কীভাবে কাজ করবে Humane AI Pin?
Cosmos নামে নতুন অপারেটিং সিস্টেমে কাজ করবে এই এআই পিন। এই সিস্টেমে গ্রাহকদের থার্ড পার্টি অ্যাপ ইনস্টল বা ডাউনলোড করতে হবে না।
Humane AI pin যন্ত্রের ২টি অংশ। একটা ছোট্ট চৌকো যন্ত্র আর একটা ব্যাটারি প্যাক। যন্ত্রটি চুম্বকের সাহায্যে জামাকাপড় বা যে কোনো জায়গায় আটকানো যাবে। পিন যন্ত্রে কোনো স্ক্রিন থাকবে না। ছোট্ট প্রোজেক্ট থাকবে যার থেকে লেজার বিমের সাহায্যে আলো বেরোবে। গ্রাহকের হাতের তালুতে ফুটে উঠবে লেখা। তথ্য সংগ্রহ করলেই “Trust Light” জ্বলবে নিভবে। ভয়েজ, স্পর্শ, জেশ্চার আর লেজার বিমের আলো ডিসপ্লে ছাড়া এআই পিন নিষ্ক্রিয় থাকবে। স্ক্রিন নেই বলে পিনের সঙ্গে কথা বলে অথবা স্পর্শ করেই তথ্য মিলবে।
কত দাম পড়বে এআই পিনের?
Humane AI pin এর দাম পড়বে ৬৯৯ মার্কিন ডলার বা আনুমানিক ভারতীয় মুদ্রায় ৫৮ হাজার টাকার মতো। ২০২৪ সালের প্রথম দিক থেকে গ্রাহকদের হাতে পৌঁছবে এআই পিন। ১৬ নভেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হবে।
কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে কাজ করবে Humane AI pin। যন্ত্রের ওজন আনুমানিক ৩৪ গ্রাম। যন্ত্রের সঙ্গে থাকবে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সফটওয়্যার আপডেটের পর ভিডিও রেকর্ডিং করা যাবে। মাইক্রোফোন, অ্যাকসেলেরোমিটারের মতো সেন্সর থাকবে এআই পিনে। বিল্ট ইন প্রোজেক্টর থাকবে। অত্যাধুনিক নেভিগেশনাল ফেসিলিটি থাকবে। এই যন্ত্রের সাহায্যে কল করা, টেক্সট মেসেজ পাঠানো, স্মার্ট হোম ডিভাইস, গান চালানো যাবে। অনুবাদক, ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট মিলবে।