খেলা
Trending

হরিয়ানাতে জাতীয় স্কুল গেমস, হ্যান্ডবলে বাংলার দুই পড়ুয়া

Handball games

The Truth of Bengal: ছোটো হতে হতে পৃথিবী এখন বন্দী হয়েছে মুঠোয়। ছোটো থেকে বড় সকলেই এখন মোবাইলে গেম খেলায় ব্যস্ত,  মাঠে ময়দানে যাওয়ার ঝোঁক কমছে । সেটাকেই যেন চ্যালেঞ্জ জানিয়েছে ফালাকাটা ব্লকের দেওগাঁও  উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা । মাঠে ময়দানে খেলার প্রতি ছাত্র দের আগ্রহ তৈরি করেছে। আগামী ৫ই জানুয়ারি থেকে ৯ই জানুয়ারি হরিয়ানাতে আয়োজিত হতে চলেছে ৬৭ তম জাতীয় স্কুল গেমসে অনূর্ধ্ব ১৯ ছেলেদের হ্যান্ডবল প্রতিযোগিতা।

সেই প্রতিযোগিতায় বাংলা দলের হয়ে খেলার সুযোগ পেলো আলিপুরদুয়ার জেলার ৪ জন ছাত্র। তারমধ্যে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দেওগাঁও উচ্চ বিদ্যালয়ের দুই জন পড়ুয়া অংশগ্রহণ  করছেন।তারা হলেন আবু আরাফাত রাজ এবং সোয়েল আলম । ট্রেনে করে কোলকাতার উদ্দেশ্যে রওনাও  দেয়। কলকাতা থেকে তাঁরা দলের সঙ্গে হরিয়ানা যাবে।  প্রত্যন্ত গ্রামীণ এলাকায় থাকার‌ জন্য নানা রকম সমস্যার মধ্যে দিয়ে গিয়েও সাফল্যের খোজ করছে আবু আরাফাত রাজ এবং সোয়েল আলম।

পাড়া পড়শী থেকে দেওগাও স্কুলের শিক্ষক শিক্ষিকারা বেশ খুশি । সকলেই চাইছেন এমন ছেলে মেয়ে উঠে আসুক । তারা শুধু পড়াশোনা নয় পাশাপাশি মাঠে ময়দানে ও কৃতিত্বের অধিকারী হবে। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে রাজ্য দলে সুযোগ পেয়েছে বলে জানান তত্ত্বাবধায়ক জিয়ারুল হক। তিনি এলাকার ছেলে মেয়েদের মোবাইলের প্রতি আসক্ত কমিয়ে খেলার মাঠে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আবেদনও জানিয়েছেন।

Related Articles