ঈশান কিশান নামটা বোধহয় এখন শাস্তির সমার্থক শব্দ, কেন এমন? জানুন…
The name Ishan Kishan is now synonymous with punishment

The Truth of Bengal : ঈশান কিষাণ বোধহয় তিনি খবরে থাকতে ভালোবাসেন। গত কয়েকমাস ধরে রঞ্জি না খেলার জন্য খবরের আছেন। পরে ঈশান খবরের এসেছেন কারণ তিনি বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। আবারও খবরের শিরোনামে ঈশান। তাকে নিয়ে ফের বিতর্ক।
মুম্বই ইন্ডিয়ান্সের এই তরুণ উইকেট রক্ষকের নাম এবার আইপিএলের আচরণবিধি ভাঙার সঙ্গেও যুক্ত হল। সে কারণে তার ম্যাচ ফি-এর ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে , আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় অভিযুক্ত হয়েছেন ইশান। যে ধারাতে বলা হয়েছে উইকেটে ব্যাট দিয়ে আঘাত করা বা লাথি মারা বা অসংযত আচরণ করা বা কোন কিছু ক্ষতি করা হলে খেলোয়াড় ২.২ ধারায় অভিযুক্ত হবেন । ঈশান কৃষাণ ২.২ ধারায় অভিযুক্ত হয়েছেন। শনিবারের ম্যাচে ইশান ঠিক কি করেছেন তা স্পষ্ট করে খোলসা করেনি আইপিএল কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে । ঈশান তার নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন বলেই জানা গিয়েছে। এই ম্যাচে ঈশান সেভাবে সাফল্য্ও পাননি । ১৪ বলের ২০ রান করেছেন। এর আগেও ঈশান বোর্ডের অবাধ্য হবার কারণে শাস্তি পেয়েছিলেন। বোর্ডের পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল টেস্ট খেলার জন্য তিনি কোনো কথা শোনেননি, তাই বোর্ডের চক্ষুশল হয়ে পড়েছিলেন ।