খেলা

প্যারিসের টিকিট পেল ভারতীয় টিটি দল

The Indian TT team got the ticket to Paris

The Truth Of Bengal : অবশেষে হল স্বপ্ন সত্যি । এ এক ঐতিহাসিক  মুহূর্ত । প্যারিস অলিম্পিক্সের টিকিট পেল ভারতীয় পুরুষ এবং মহিলা  টেবিল টেনিস দল । টেবিল টেনিসের ইতিহাসে প্রথমবার পুরুষ এবং মহিলা দল অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে পারল। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের তালিকা অনুযায়ী অলিম্পিকের সুযোগ পেয়েছে ১৬ টি দেশ । তাদের মধ্যে ভারতের পুরুষ দল রাঙ্কিং ১৫তে আর মহিলাদের রাঙ্কিং ১৩ তে।

ফেব্রুয়ারিতে দক্ষিণ  কোরিয়ার বুসানে ওয়ার্ল্ড টীম চ্যাম্পিয়নশিপসের ফাইনালে ভারতের দাপট দেখা যায় । এর পর এবার এল সেই সুখবর।  আনুষ্ঠানিক ঘোষণা  ঘোষণাও হয়ে গেল ।  ভারতীয় প্রতিযোগিদের পারফরমেন্স এবং তাদের রাঙ্কিং এর ভিত্তিতে অলিম্পিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর আগে ভারতীয় দলের  খেলোয়াড়দের সেভাবে কোন কোচ ছিল না। ‌ যারা টেবিল টেনিস খেলতেন অর্থাৎ মনিকা বাত্রা , শরৎ কমল ও ঐইহিকা মুখোপাধ্যায় নিজেদের ব্যক্তিগত কোচের অধীনে প্রশিক্ষণ নিতেন। তবে এবার ফেডারেশনের তরফ থেকে স্থায়ী কোচ নিয়োগ করা হতে পারে বলেই জানা গিয়েছে। এদিকে যোগ্যতা অর্জন করে সুতির্থা ঐহিকা  যথেষ্ট খুশি ।

বহু সামর্থকদের কাছ থেকে তারা শুভেচ্ছা ও পেয়েছে। এর আগে ভারতীয় প্রতিযোগিরা যে  স্বপ্নে ভর করে নেমেছিলেন প্রতিযোগিতায়  তাদের স্বপ্ন পূরণ হ্ওয়ায় বেশ খুশি তারা । খুশি ঐহিকা মুখোপাধ্যায়ও । কারণ তিনি বিশ্বের এক নম্বরের মুখোমুখি হয়েছিলেন । সেদিনের তার বিপক্ষ সান ইংশাকে হারিয়ে দেন ১২-১০, ২-১১, ১৩-১১, ১১-৬ গেমে। অপর দিকে ভারতীয়  শরথ কমল এদিন এক্স প্লাটফর্মে নিজের একটি ছবি পোস্ট করেছেন ৷ সেখানে লিখেছেন, অলিম্পিক্সে দলগতভাবে খেলার যোগ্যতা অর্জন করল ভারত ৷ তিনি বেশ খুশি ‌ ।  সেই সঙ্গে  মহিলা দলকেও শুভেচ্ছা জানিয়েছেন । পোষ্টে তিনি লিখেছেন , আমাদের মহিলা দলকে ধন্যবাদ যারা একটি ঐতিহাসিক জয় পেলেন ৷ এই দলে বাংলার সুতীর্থা ও ঐহিকা রয়েছেন।

Free Access

 

Related Articles