খেলা

৪৩৫ দিন পর জাতীয় দলের হয়ে মাঠে ফিরলেন শামি

Shami returns to the field for the national team after 435 days

Truth Of Bengal: একটা বা দুটি দিন নয়, ৪৩৫ দিন পর ফের জাতীয় দলে ফিরলেন পেসার মহম্মদ শামি। রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচেই দলে ফিরলেন বাংলার এই পেসার। এই ম্যাচে অর্শদীপ সিংয়ের বদলেই শামিকে প্রথম একাদশে বেছে নিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

প্রসঙ্গত, ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ চলার সময়ই হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন শামি। বিশ্বকাপের আসর মিটতেই চোটের জায়গায় অস্ত্রোপচরাও করতে হয় এই পেসারকে। তারপর দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকার পর এনসিতে রিহ্যাব করে নিজেকে সুস্থ করে তুলেছিলেন তিনি।

এরপর সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁকে দলে নেওয়ার ব্যাপারে গুঞ্জন শুরু হলেও শেষ পর্যন্ত ওই সিরিজে শামিকে ছাড়াই খেলতে ভারতকে। এদিকে নিজেকে ফিট প্রমাণিত করার জন্য বাংলার হয়ে ঘরোয়া টুর্নামেন্টগুলিতে মাঠে ফিরেই চেনা ছন্দ ফিরে পান তিনি। তারপরই ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে তাঁকে দলে রাখেন নির্বাচকরা। তবে প্রথম দুটি ম্যাচে শামিকে দলের বাইরেই রাখা হয়। তাই নিয়ে সমালোচনাও কম হয়নি। অবশেষে মঙ্গলবার রাজকোটে তৃতীয় টি-টোয়েন্টি ফের প্রথম একাদশে জায়াগ হয় তাঁর। শামিকে ছাড়া বাকি দল অপরিবর্তিত থাকে ভারতীয় দলের।

Related Articles