খেলা

ক্রিকেট ভুলে বিরিয়ানির জন্য হারতেও রাজি বাবর-শাদাবরা

CWC 2023

The Truth of Bengal: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। বিশ্বকাপ জেতার জন্য মরিয়া প্রতিটি দলই, কিন্তু পাকিস্তানের প্রাধান্য পাচ্ছে ভারতীয় খানাপিনা। ক্রিকেট ভুলে তাঁদের মনে ধরেছে বিরিয়ানি। হায়দরাবাদে পা রাখার পর থেকেই পাকিস্তানি ক্রিকেটারদের পাতে পড়েছে সুস্বাদু খাবার। আর সেইজন্যই কি প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে নাকানিচোবানি খেতে হল বাবর আজমদের? সহ-অধিনায়ক শাদাব খান অবশ্য হাসতে হাসতে বলেছেন, ‘আমদের মেনুতে প্রতিদিনই হায়দরাবাদি বিরিয়ানি থাকছে। আর সেই কারণেই হয়তো আমরা মন্থর হয়ে পড়েছি’।

যদিও দলের সেকেন্ড-ইন-কম্যান্ড রসিকতার ছলে এমন মন্তব্য করেছেন। কিন্তু তাঁর এই বক্তব্যে বেজায় চটেছে পাক দলের ভক্তরা। গতবারের বিশ্বকাপেও লোভনীয় খাবার দেখে পা হড়কে গিয়েছিল পাক ক্রিকেটারদের। তৎকালীন অধিনায়ক তথা উইকেটরক্ষক সরফরাজ আহমেদ উইকেটের পেছেনে দাড়িয়ে ভাতঘুম দিচ্ছিলেন। এবারেও কি সেই ছবি দেখা যাবে?

ইতিমধ্যেই দুটি প্রস্তুতি ম্যাচে হেরে ভূত হয়েছে বাবর আজমরা। যদিও আসল প্রতিযোগিতায় আক্রমণাত্মক রূপে পাকিস্তানকে দেখা যাবে বলে দাবি সহ-অধিনায়ক শাদাব খানের। এদিকে অবশ্য হায়দরাবাদে পাঁচতারা হোটেলে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য রয়েছে, মটন বিরিয়ানি, মুরগির মাংস, সুস্বাদু সব মাছ পদ, ভেঁড়ার মাংসের চপ, বাটার চিকেন, গ্রিলড ফিশ, বাসমতী চালের ভাত, নিরামিষ পোলাও-সহ আরও অনেক ডিশ।

Related Articles