দলের সঙ্গে প্রথম অনুশীলন লাল-হলুদের নয়া বিদেশি রিচার্ডের
New Red-Yellows foreigner Richard's first practice with the team

Truth Of Bengal: আগামী ১৯ জানুয়ারি ফের অ্যাওয়ে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ এফসি গোয়া। লিগ টেবিলে গোয়া এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে। আর ইস্টবেঙ্গল রয়েছে পয়েন্টের ১১ নম্বর স্থানে। কাজেই ডার্বি ম্যাচের পর আরও একটি হাইভোল্টেজ ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে।
এই ম্যাচের প্রস্তুতি হিসাবে মঙ্গলবার বিকেলে রাজারহাটের এক্সিলেন্সি মাঠে জোরকদমে অনুশীলন সারল লাল-হলুদ ব্রিগেড। এদিন দলের সঙ্গে জোরকদমে অনুশীলন করলেন রিচার্ড। দলের বাকি ফুটবলাররা অনুশীলনে উপস্থিত থাকলেও ছিলেন না ডিফেন্ডার আনোয়ার আলি। বাকিদের নিয়েই হালকা গা ঘামানোর পাশাপাশি সিচুয়েশন অনুশীলন করলেন লাল-হলুদ ফুটবলাররা। চোট কাটিয়ে মঙ্গলবারই পুরোদমে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল হীরা মন্ডলকে।
ডার্বি ম্যাচের ভুলভ্রান্তি যে এফসি গোয়া ম্যাচে না হয় সেজন্য মঙ্গলবার অনুশীলনে খেলোয়াড়দের বার বার করে তা বুঝিয়ে দিলেন অস্কার। এফসি গোয়া ম্যাচে কোনওভাবেই পয়েন্ট হাতছাড়া করতে চান না তিনি। আগের ম্যাচে সৌভিক লাল কার্ড দেখায় তাঁকে ছাড়াই গোয়ার বিপক্ষে মাঠে নামতে হবে ইস্টবেঙ্গলকে। কাজেই একটা বাড়তি চাপ তো থাকবেই। কাজেই জিকসনকে দিয়ে সৌভিকের অভাব কতটা পূরণ করতে পারবেন অস্কার সেটা সময়ই বলবে।