খেলা

নবীন কানাডার বিশ্বকাপের স্কোয়াড

New Canada's World Cup Squad

The Truth Of Bengal :  প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে খেলতে যাচ্ছে কানাডা। এরই মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে আইসিসির সহযোগী দেশটি। অভিজ্ঞদের নিয়ে বেশ ভালো দল গড়েছে বিশ ওভারের আসরে নবীন দেশটি। আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে দেশটিকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সাদ বিন জাফর।  দলে অভিজ্ঞদের মধ্যে আরও আছেন বাঁহাতি স্পিনার অ্যারন জনসন এবং পেসার কালিম সানা। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে মাত্র চারজন খেলোয়াড়ের বয়স ৩০-এর নিচে।

নতুন কয়েকজন তরুণ খেলোয়াড় দলে নেওয়ায় জায়গা হয়নি নিখিল দত্ত বা শ্রীমন্থ বিজয়ারত্নের। রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন তাজিন্দর সিং। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে কানাডা। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ছাড়াও আয়ারল্যান্ড, ভারত ও পাকিস্তান। আগামী ১ জুন ডালাসে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামার মধ্যে দিয়ে আসর শুরু করবে কানাডা। এরপর ৭ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের পর এশিয়ার দুই জায়ান্ট চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ পাকিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে কানাডা।

ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৫ জুন।কানাডা স্কোয়াড এ থাকছেন হেইলিঙ্গার  সাদ বিন জাফর, অ্যারন জনসন, ডিলন হেইলিঙ্গার, দিলপ্রিত বাজওয়া, হার্শ ঠাকের, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কালিম সানা, কানওয়ার্পাল টাথগুর, নাভনিত ধালিওয়াল, নিকোলাস কির্তন, পারগাত সিং, রবীন্দ্ররপল সিং, রায়ানখান পাঠান, শ্রেয়াস মোভভা।রিজার্ভ বেঞ্চে থাকছেন  তাজিন্দর সিং, আম্মার খালিদ, জতিন্দর মাহারু, পারভিন কুমার, আদিত্য ভারাধার্জন।

Related Articles