খেলা

সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে নামার আগে সতর্ক মোহনবাগান

Mohun Bagan Next Match

The Truth of Bengal: চলতি ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এফসি গোয়ার বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে খেলতে নামার আগে বাড়তি সতর্ক সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। ডুরান্ডের শেষ চারের লড়াইয়ে ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিলকেই কেবল পাচ্ছেন না ফেরান্দো। তাছাড়া পুরো দলই তৈরি। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। দলের হেড কোচ এই জয়ের ধারাবাহিকতাকেই সেমিতেও অব্যহত রাখতে চান।

ইতিমধ্যেই চলতি মরশুমের প্রথম ডার্বি ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে হেরে গিয়েছিল মোহনবাগান। তবে প্রতিযোগিতার বাকী ম্যাচে তারা জয়লাভ করতে পেরেছে। গোয়ার ম্যাচগুলির কাটাছেঁড়া করে শক্তি এবং দুর্বলতা বের করেছেন ভিডিও অ্যানালিস্টরা। সেগুলোকে মাথায় রেখেই প্রস্তুতি চলছে মোহনবাগানের। গতবারের এফসি গোয়া ও এবারের গোয়ার মধ্যে পার্থক্য রয়েছে। গোয়ার কোচ নতুন। নোয়া, উদান্ত, সন্দেশ, কার্ল ম্যাকহিউয়ের মতো খেলোয়াড় রয়েছেন দলে।ফলে এফসি গোয়াকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ফেরান্দো।তবে এফসি গোয়াও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়।

চলতি মরশুমে তারা এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। ‘গৌড়ীয়’ ফুটবল বাহিনী এই মরশুমে মার্কোয়েজকে হেড কোচ হিসেবে নিয়োগ করেছে। দলের পরিকল্পনা যে একেবারে স্পষ্ট সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ফেরান্দো বলছেন, ”মম্বইয়ের মতো শক্তিশালী দলকে হারিয়েছি বলে গোয়াকেও হারাবো, এমন আত্মতুষ্টিতে আমি এবং আমার দল ভুগতে রাজি নয়। বলতে পারেন আমরা আত্মবিশ্বাসী, তবে আত্মতুষ্ট নই।” কারণ হিসেবে স্প্যানিশ কোচ বলছেন, ”প্রতিটি ম্যাচই আলাদা দিনে হয়, আলাদা পরিস্থিতিতে হয়।”

Related Articles