কলকাতাখেলা

মেসি-কাণ্ড: শোকজ-এর জবাব দিলেন ক্রীড়া সচিব রাজেশ কুমার

২৪ ঘন্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

Truth Of Bengal: মেসির অনুষ্ঠানকে ঘিরে যে পরিকল্পনা করা হয়েছিল তা সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। বিষয়টি ইতিমধ্যেই তদন্ত কমিটির কাছে রিপোর্ট হিসাবে জমা পড়েছে।যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছিলেন। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন। ‌

সেই তদন্ত কমিটির ভাড় পরে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের ওপর। ইতিমধ্যেই তদন্ত কমিটির সদস্যরা যুবভারতী ক্রীড়াঙ্গন পর্যবেক্ষণ করেছেন এবং একাধিকবার বৈঠক করেছেন। পাশাপাশি বেশকিছু সুপারিশ রাজ্য সরকারকে করা হয়েছে তদন্ত কমিটির পক্ষ থেকে।

এরপরেই মুখ্য সচিব মনোজ পন্থের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়। পাশাপাশি বিধাননগরের সিপি সহ বেশ কয়েকজনকে শোকজ করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নবান্ন সূত্রে খবর, বুধবার ক্রীড়া দফতরের সচিব রাজেশ কুমার সিনহা শোকজের উত্তর দিয়েছেন।‌

Related Articles