খেলা

James Anderson: রাজকীয় স্বীকৃতি পেলেন ফাস্ট বোলিং কিংবদন্তি! নাইটহুড সম্মানে ভূষিত জেমস অ্যান্ডারসন

প্রসঙ্গত, এই বিশেষ সম্মানের জন্য অ্যান্ডারসনের নাম মনোনীত করা হয় ক্রিকেটার হিসেবে জাতীয় দলে তাঁর অনবদ্য অবদানের জন্য

Truth of Bengal: অবশেষে ইংল্যান্ডের রাজকীয় সম্মান নাইটহুড সম্মান জয় করলেন সে দেশের ক্রিকেটার জেমস অ্যান্ডারসন। গত মঙ্গলবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যান্ডারসনের হাতে এই বিশেষ সম্মান তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, এই বিশেষ সম্মানের জন্য অ্যান্ডারসনের নাম মনোনীত করা হয় ক্রিকেটার হিসেবে জাতীয় দলে তাঁর অনবদ্য অবদানের জন্য (James Anderson)।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে লর্ডসে নিজের ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি টানেন অ্যান্ডারসন। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে অ্যান্ডারসন ১৮৮টি টেস্ট ম্যাচ খেলে ৭০৪ উইকেট ঝুলিতে পোরেন। যা বিশ্বের যে কোনও ফাস্ট বোলারের ক্ষেত্রে অনন্য নজির। এই তালিকায় তাঁর আগে রয়েছেন কেবল দুই কিংবদন্তি স্পিনার। তাঁরা হলেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরালিধরন। যাঁর ঝুলিতে রয়েছে ৮০০। এবং অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। তাঁর দখলে রয়েছে ৭০৮টি উইকেট। শুধু টেস্ট ক্রিকেটেই নয়, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও ইংল্যান্ডের ক্রিকেটার মধ্যে অ্যান্ডারসন রয়েছেন তালিকার ১ নম্বর স্থানে। তাঁর ঝুলিতে রয়েছে ২৬৯টি উইকেট (James Anderson)।

প্রসঙ্গত, অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তিনি কিন্তু পুরোপুরি ক্রিকেট ব্যাট-বল তুলে রাখেননি। ২০২৪ সালে কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন এবং এক দশক পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরে দলকে পৌঁছে দিয়েছিলেন এজবাস্টনে অনুষ্ঠিত ফাইনাল ডেতে। এছাড়া তিনি খেলেন ‘দ্য হান্ড্রেড’-এর দল ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলেছেন ওয়াইল্ডকার্ড চুক্তিতে। জানা গিয়েছে, ২০২৫ মৌসুমেও কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে (James Anderson)।

Related Articles