খেলা
Trending

আর্জেন্টিনার সাথে বিদায় স্পেনেরও, বি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ইরান-তাহিতি

Iran-Tahiti in the quarter-finals from Group B

The Truth Of Bengal : বিচ ফুটবল বিশ্বকাপের ১২তম আসরে খেলছে ১৬ দল। ৪ গ্রুপে ৪টি করে দল খেলছে। এরই মধ্যে সবগুলো ম্যাচ জিতে ডি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। যদিও একটি ম্যাচ বাকি রয়েছে তাদের। বি গ্রুপে প্রথম ম্যাচে তাহিতির বিপক্ষে ৪-৩ গোলে হারে আর্জেন্টিনা। পরের ম্যাচে ইরানের বিপক্ষেও ৬ গোল হজম করে আলবিসেলেস্তেরা। তবে শেষ ম্যাচটি ৫-৪ গোলে স্পেনকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে বাড়ি ফিরলো ২০২২ সালের ফুটবল চ্যাম্পিয়নরা।

গত সোমবার দুবাই ডিজাইন ডিস্ট্রিকট স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও স্পেন। কোনো ম্যাচ জয় না পাওয়া আর্জেন্টিনা-স্পেন জয়ের আশায় ছিল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ হাসি হাসে আলবিসেলেস্তেরা।আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেন হোলমেডিলা, রুটারশমিড, পনজেত্তি, পোমার ও মেদেরো। স্পেনের হয়ে চিকি দুইটি এবং আরিয়াস ও কুমান একটি করে  গোলের দেখা পান। ম্যাচ সেরা নির্বাচিত হন আর্জেন্টিনার লুকাস মেদেরো। চারটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট আটটি দল খেলবে শেষ আটে।

এরপর আগামী ২৪ ফেব্রুয়ারি ২টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ২৫ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল এখনো চূড়ান্ত হয়নি। তৃতীয় কোয়ার্টারে মুখোমুখি হবে ইরান ও সংযুক্ত আরব আমিরাত। চতুর্থ কোয়ার্টারে খেলবে ইতালি ও তাহিতি। ম্যাচগুলো হবে ২২ ফেব্রুয়ারি।

 

FREE ACCESS

Related Articles