খেলা

বাবার বানানো ব্যাট হাতে নিয়েই জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেছিলেন হরমনপ্রীত

ম্যাচ শেষে নিজে কীভাবে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন সেই কথাই ব্যক্ত করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত

Truth Of Bengal:  গত রবিবার মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে একদিনের বিশ্বকাপ ট্রফি প্রথমবারের জন্য জয় করেছিল ভারতীয় মহিলা দল। সেই দলের অধিনায়ক ছিলেন ৩৬ বছর বয়সী ক্রিকেটার হরমনপ্রীত কৌউর (Harmanpreet Kaur)। ম্যাচ শেষে নিজে কিভাবে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন সেই কথাই ব্যক্ত করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত।

আরও পড়ুনঃ Jadavpur University: আড়াই বছর পর অবশেষে স্থায়ী উপাচার্য পেল যাদবপুর! আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ড. চিরঞ্জীব ভট্টাচার্য

টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, ‘ছোটবেলায় বাবার কিট ব্যাগ থেকে তিনি তাঁর ক্রিকেট ব্যাটটি হাতে তুলে নিয়েছিলেন। ব্যাটটি যথেষ্ট ভারী ছিল। তবুও সেদিনের সেই ছোট্ট হরমনপ্রীত তখন থেকেই স্বপ্ন দেখেছিলেন বড় হয়ে ক্রিকেটার হবেন। এবং দেশের জার্সিতে ২২ গজে লড়াই করবেন।’ এরপর ট্রফি হাতে বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও জানান, ‘স্বপ্ন দেখা কখনও বন্ধ করতে নেই। কেননা ভাগ্য কখন যে কাকে কোথায় নিয়ে যাবে, তা হলফ করে কেউ বলতে পারেনি আর পারবেও না।’ (Harmanpreet Kaur)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এরপর হরমনপ্রীত ফিরে যান তাঁর শৈশবের সেই দিনগুলিতে। ভারতীয় দলের অধিনায়ক বলেন, ‘আমার বাবা একদিন আমার জন্য একটি ব্যাট কেটে আমার হাতে দিয়েছিলেন। তা দিয়েই আমি সেই সময় ক্রিকেট খেলতাম। টিভিতে কোনও ম্যাচ হলেই মনে মনে ভাবতাম এইরকম একটা ম্যাচ আমারও সুযোগ দরকার। আমাদের দেশের খেলা হলে তো কথাই ছিল না। তবে মহিলাদের ক্রিকেট সম্বন্ধে সেই সময় আমার কোনও স্পষ্ট ধারণাই ছিল না। এবং তখন থেকেই জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন দেখা শুরু করেছিলাম। সবশেষে বলি আমার এতটাই আত্মবিশ্বাস ছিল যে ছোটবেলায় দেখা আমার এই স্বপ্ন একদিন না একদিন বাস্তবায়িত হবেই। অবশেষে সেটাই হয়েছে।’ (Harmanpreet Kaur)

এখানেই থেমে না থেকে হরমনপ্রীত আরও বলেন, ‘২০১৭ সালে যখন আমরা ট্রফি জয়ের এত কাছে গিয়েও খালি হাতে ফিরে এসেছিলাম, তখন মনকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। এবার সেই স্বপ্ন আমাদের সফল হয়েছে সকলের আশীর্বাদে।’ (Harmanpreet Kaur)

 

 

প্রসঙ্গত, হরমনপ্রীতের বাবা হরমন্দর সিং ভুল্লার পেশায় ছিলেন একজন জেলা আদালতের কেরানি। যিনি এলাকায় বাস্কেটবল ও ভলিবল খেলতেন। কিন্তু তাঁর মেয়ে যখন ভলিবল ও বাস্কেটবল ছেড়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেছেন, তখন অনেকেই প্রশ্ন তুলেছিল হরমনপ্রীতের বাবার এমন সিদ্ধান্ত নিয়ে। কিন্তু আজ, সেই মেয়েটার নেতৃত্বেই প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়ার প্রমীলা ব্রিগেড।

https://x.com/BCCIWomen/status/1985558994841206914

 

 

 

 

Related Articles