জাতীয় দলে আর ফিরবেন কিনা তা ভাবতে রাজি নয় চাহাল, বন্ধুকে শুভেচ্ছা
Chahal refuses to think about returning to the national team, wishes his friend well

Truth Of Bengal: জাতীয় দলের জার্সি গায়ে একটা সময় দুরন্ত জুটি হয়ে উঠেছিলেন যুযবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। স্পিন দ্বয়ীর এই জুটি বিশ্ব ক্রিকেটের মঞ্চে সমাদৃত হয়েছিল ‘কুলচা’ নামে। কিন্তু বর্তমানে প্রায় অনেকদিনই জাতীয় দলের বাইরে রয়েছেন চাহাল। তিনি জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। এরপর থেকে চাহালকে জাতীয় দলে আর দেখা না গেলেও কুলদীপ এখনও নিয়মিত জাতীয় দলের হয়ে খেলেছেন। কিন্তু চাহাল কি আবার ফিরবেন জাতীয় দলে?
লক্ষ টাকার সেই প্রশ্নের এবার নিজেই উত্তর দিলেন একদা জাতীয় দলের নির্ভরযোগ্য এই স্পিনার। চাহাল জানান, ‘জাতীয় দলের শিবিরে ফিরে আসাটা তাঁর হাতে নেই। কাজেই আমার হাতে যে বিষয়টি নেই আমি তা নিয়ে ভাবি না। এমনকি ভাবতেও চাই না।’
এর পাশাপাশি চাহাল কিন্তু প্রশংসা করতে ভুললেন না জাতীয় দলে থাকা তাঁর অভিন্নহৃদয় বন্ধু কুলদীপ যাদবের। কুলদীপের প্রশংসা করে চাহাল জানান, ‘কুলদীপ এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম সদস্য। এবং আমার মনে হয় এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা রিস্ট স্পিনারদের একজন হলেন কুলদীপ। এটা বলতে আমার দ্বিধা নেই। কেননা কুলদীপের পারফরম্যান্সে সেই কথাই বলছে।’

কুলদীপের সম্বন্ধে প্রশংসা করে এখানেই নাম থেমে চাহাল জানান, ‘কুলদীপের সঙ্গে বোলিং করতে আমি সবসময়ই ভালবাসি। মাঠে এবং মাঠের আমাদের বন্ধুত্বের বন্ধন অটুট আছে। কুলদীপের সঙ্গে বোলিং করার আরও একটা মজার বিষয় হল আমাদের দুজনেরই বোলিং স্টাইল ছিল একই ধরনের। অর্থ্যাৎ দুজনেই প্রতিপক্ষ ব্যাটারদের আক্রমণ করতে ভালবাসি। যখন জাতীয় দলের হয়ে দুজন দুইপ্রান্তে বোলিং করতাম, তখন নিজেরাই নিজেদের কৌশল ঠিক করে নিয়ে কিভাবে প্রতিপক্ষ ব্যাটারদের বিপদে ফেলা যায় তাঁর চেষ্টাই করতাম।’
প্রসঙ্গত, চাহাল এবং কুলদীপ জাতীয় দলের হয়ে একসঙ্গে মোট ৩৭টি একদিনের ম্যাচে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে ১৩০টি উইকেট ঝুলিতে পুড়েছে এই জুটি। বর্তমানে কুলদীপ দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন, আর চাহাল নামবেন তাঁর নতুন দল পঞ্জাব কিংসের হয়ে। দুই অভিন্ন হৃদয় বন্ধুর মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয় পান সেটা অবশ্য সময়ই বলবে।