ইউরোতে ইতিহাস গড়েছেন! এবার বাংলার ডার্বি মোহনবাগানের হয়ে চমক দেখাবেন আলবানিয়ার স্ট্রাইকার
Mohun Bagan Tranfer News

The Truth of Bengal: নতুন মরশুম নতুন দল। মোহনবাগানে আসছেন নতুন স্ট্রাইকার। ২ বছরের চুক্তিতে মোহনবাগানে যোগ দিলেন আলবানিয়ার স্ট্রাইকার আর্মান্দো সাদিকু(Armando Sadiku)। ২০১৬ সালের ইউরো রোমানিয়ার বিরুদ্ধে দুরন্ত গোল করেছিলেন তিনি। আলবানিয়ার হয়ে ম্যাচে এই পারফরম্যান্স।
মোহনবাগান কর্তারা এই নিয়ে কোনো কথা না বললেও চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিদেশি আসলে দল আরো শক্তিশালী হয়ে উঠবে। সদিকু এলে ত্রিফলা আক্রমণের মুখে পড়বে বিপক্ষ দল। মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোভ , কামিন্স ও সাদিকু, এই ত্রয়ীর ফলে দল আরও শক্তিশালী হয়ে উঠবে। আর এই খবর মোহনবাগানের তরফ থেকে টুইটারে পোস্ট করা হয়েছে , যেখানে দেখা যাচ্ছে , এক স্ক্রিনের মধ্যে সাদিকুর নানারকম প্রাপ্তি তুলে ধরা হয়েছে।
অবশেষে তাকেও দেখা গেছে। এদিকে সাদিকু এই ক্লাবের চুক্তিপত্র পাওয়ার পর জানিয়েছেন, মোহনবাগানে খেলতে তিনি রাজি। ১৩৩ বছরের পুরনো ক্লাবের জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় রয়েছেন তিনি। তিনি আনন্দ ও গরীব বোধ করছেন। স্প্যানিশ ফুটবলের তারকাকে আগামী দু বছর সাদিকুর পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন।