দেশরাজনীতি

বিধিভঙ্গের অভিযোগে সংসদে সাসপেন্ড সঞ্জয় সিং

Sanjay Singh Suspended

The Truth of Bengal: ২০ জুলাই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশ। ঠিক তার আগের দিনই মণিপুরের একটি ভিডিও ভাইরাল হয়। সরগরম হয়ে ওঠে, রাজ্য থেকে কেন্দ্রের রাজনীতি। সংসদে মণিপুর ইস্যুতে প্রথম থেকেই আক্রমণের জন্য প্রস্তুত ছিল বিরোধীরা। যদিও মণিপুরের ভিডিও, সেই ইস্যুতে ঘি ঢালে। বাদল অধিবেশ শুরু পর থেকেই প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি, উত্তাল হয় সংসদের দুই কক্ষ।

জানা গিয়েছে, বাদল অধিবেশ শুরুর পর থেকেই আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁকে বেশ কয়েক দফা সচেতনও করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। কিন্তু সঞ্জয় হাউসের বিধি মানেননি বলে অভিযোগ। সোমবারও রাজ্যসভায় বিপুল হই হট্টগোল শুরু হয়, সরকারপক্ষকে আক্রমণ শানাতে থাকেন বিরোধীরা। সেই সময়ই আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে সাসপেন্ড করার মোশন পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। রাজ্যসভার চেয়ারম্যান জগধীপ ধনখড় সেই মোশনে সায় দিয়ে পুরো বাদল অধিবেশন পর্বের জন্য সাসপেন্ড করেন।

এর পরেই দুপুর দুটো পর্যন্ত রাজ্যসভা মুলতুবি করার নির্দেশ দেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। আপ নেতা সঞ্জয় সিংকে সাসপেন্ড করার জন্য কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিরোধীরা। তাঁদের দাবি, কেন্দ্রসরকার পুরোপুরি স্বৈরাচারী আচরণ করছে। প্রসঙ্গত, বাদল অদিবেশন শুরু পর থেকেই বিরোধীরা মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। অন্যদিকে, দিল্লির অর্ডিন্যান্স ইস্যুতে প্রত্যেকটি বিরোধিতায় হই হট্টগোর করে এসেছেন সঞ্জয়। তাঁকে কয়েক দফা সতর্ক করা হলেও, তিনি গুরুত্ব দেননি বলে অভিযোগ।

 

Related Articles