রাজনীতি

বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি, আমজনতার ইস্যুতে সোচ্চার মমতা

Promises of free electricity, vocal sympathy for Amjanta issues

The Truth of bengal: দিল্লি দখলে রাখতে নরেন্দ্র মোদির গলায় বাংলার কল্যাণের কথা। বিনা পয়সায় বিজলির প্রতিশ্রুতি বিজেপির স্টার ক্যাম্পেনারের মুখে। মঙ্গলবার বালুরঘাটের পর রায়গঞ্জের সভায় শোনা যায়,সেই মোদির গ্যারান্টির কথা। মোদির প্রতিশ্রুতিকে কড়া জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে দাঁড়িয়ে মমতার সপাট বাউন্সার,দিল্লির ভোট পাখিরা ভোটের আগে আসে,সারা বছর দেখা যায় না। বাংলার মানুষের দুঃসময়ে পাশে থাকে তৃণমূল কংগ্রেস।

চোদ্দোয় আচ্ছে দিনের প্রতিশ্রুতি শোনা গিয়েছিল। আর উনিশে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান ভোট বাজার মাত করে বিজেপি।কিন্তু বিজেপি কথা দিয়ে কথা রাখেনি। কিন্তু ১০বছরে সেই প্রতিশ্রুতি মতো বিজেপি কাজ করেনি এই অভিযোগ বিরোধীদের।তাঁদের স্পষ্ট দাবি, রোজগার বাড়েনি ,বেড়েছে জিনিসের দাম।পেট্রোল-ডিজেলের মতোই গ্যাসের দামও আগুন হয়ে গেছে। জীবনযাত্রার মাণ উন্নত হওয়ার বদলে মানুষ আরওআর্থিক সঙ্কটে পড়েছে।বেকারত্ব,মূল্যবৃদ্ধির ডামাডোলের মধ্যে দিয়ে জীবন কাটানো দেশবাসী এখন তাই পরিত্রাণ চাইছে বলে বিরোধী শিবিরের দাবি। এই অবস্থায় বাংলায় ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদির মুখে গ্যারান্টির কথা শোনা গেল। বিনা পয়সায় বিদ্যুত দেওয়ার আশ্বাস মোদির গলায়।রেশন থেকে উজ্বলায় গ্যাস আরও অনেক কিছুর আশ্বাসবাণী দেন মোদি। মমতা বন্দ্যোপাধ্যায়  এবার সেই দিল্লির নেতাদের কড়া জবাব দিলেন জলপাইগুড়ির সভায়।

বিজেপির দিল্লির নেতারা আসলে ভোট পাখি

ভোটের আগে এসে শুধুই প্রতিশ্রুতি দিয়ে যায়

ভোটের পর আর বিজেপি নেতাদের দেখা যায় না

১৫ লক্ষ টাকা দেওয়ার ভাঁওতা মানুষ দেখতে পেয়েছে

ঘর দেওয়ার স্বপ্ন দেখালেও বাংলার টাকা দেয় না

বিজেপি বিপদের সময় কোনওভাবেই পাশে থাকে না

৩৬৫ দিন বাংলার মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেস

চব্বিশে চাপে থাকা বিজেপি আসলে আমজনতার কষ্ট লাঘবের কথা দিয়ে ভোট নিতে চাইছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আগুন দাম থেকে গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধি সবই উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। বিজেপি রামনবমীকে সামনে রেখে আবারও ধর্মীয় উস্কানি ছড়ানোর চেষ্টা করছে।মোদির রামনামের রাজনীতিকে কার্যতঃ নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপা্ধ্যায়ের তোপ, বাংলায় বিজেপি মেরুকরণের রাজনীতি করতে চাইছে।তাই দিল্লির রাজনীতিকদের উস্কানি সত্বেও বাংলার মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

Related Articles