দেশরাজনীতি
Trending

লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী মুখোমুখি হওয়ার সম্ভাবনা, সৌজন্যে আম্বানির ছেলের বিয়ে

PM-CM face-off likely after Lok Sabha polls, courtesy Ambani's son's wedding

The Truth Of Bengal,জয় চক্রবর্তী, কলকাতা: তৃতীয়বারের জন্য এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। তবে এবার একক শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা নেই মোদির। শরিক দলগুলির সমর্থন নিয়ে সরকারে ফিরতে হয়েছে তাঁকে। শুরু থেকেই ঘরে ও বাইরে চাপের মধ্যে। শক্তিশালী বিরোধীদল সংসদে যথেষ্টই চাপে ফেলে দিতে সক্ষম হয়েছে তৃতীয় এনডিএ সরকারকে।

২০১৯ এর তুলনায় ২০২৪ এ লোকসভায় শক্তি বৃদ্ধি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে আসন কমেছে বিজেপির। ২০১৯ সালে যেখানে পশ্চিমবঙ্গ থেকে ১৮ জন সাংসদ বিজেপির ‘পদ্ম’ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন সেখানে ২৪ শে তা কমে দাঁড়িয়েছে ১২। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে বারবার বাংলায় এসেছিলেন। পাহাড় থেকে সাগর সর্বত্র দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে ঝড় তোলার চেষ্টা করেন। তবে খুব একটা তা কাজে আসেনি। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিক আক্রমণ করে গিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে কেন্দ্র বাংলাকে বঞ্চনা করে চলেছে লাগাতার। এই নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে বিঁধেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা। রাজ্যকে বঞ্চনার প্রশ্নে বারবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এরকম রাজনৈতিক আবহের মধ্যে দেশের প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।মোদি -মমতা মুখোমুখি? নবান্ন সূত্রে খবর, আগামী ১১ তারিখ মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।১২ জুলাই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা। দেশের বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। ওই অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী মুখোমুখি হওয়ার সম্ভাবনা এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। আগামী ১৩ জুলাই কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সব ঠিকঠাক চললে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে নেহাতই সৌজন্য সাক্ষাৎ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles