ভোটের মাঝে বড়সড় সঙ্কট, ৩ নির্দল বিধায়ক সরে গেল বিজেপির পাশ থেকে কংগ্রেসকে সমর্থন দেওয়ায় স্নায়ুর চাপ বাড়ল হরিয়ানা সরকারের
A major crisis in the middle of the polls, 3 independent MLAs defected from the side of the BJP and supported the Congress, the stress of the Haryana government increased.

The Truth Of Bengal: লোকসভা ভোটের আগে হরিয়ানায় বিজেপি সরকারের সঙ্কট বাড়ল।কারণ ৩জন নির্দল এবার বিজেপির থেকে সমর্থন প্রত্যাহার করেই কংগ্রেসকে সমর্থন দিল।বলা যায়, ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪৬ জন বিধায়কের সমর্থন।
বর্তমানে দু’টি আসন খালি থাকায় সেই ম্যাজিক ফিগার হল ৪৫। স্পিকার-সহ বিজেপির রয়েছে ৪০ জন বিধায়ক। হরিয়ানা লোকহিত পার্টির গোপাল কান্ডাও সাইনি সরকারকে সমর্থন জানাচ্ছেন। ছ’জন নির্দলের মধ্যে চার জন সমর্থন তুলে নিলে গরিষ্ঠতা হারাবে বিজেপি। বিরোধী শিবিরে কংগ্রেসে ৩০, জেজেপি ১০ এবং আইএনএলডি ১ জন বিধায়ক রয়েছেন।
গত ১২ এপ্রিল মনোহরলাল খট্টরকে সরিয়ে সাইনিকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি।কিন্তু তাতেও বিপদ কাটছে না।নায়েব সিং সাইনিকে মেনে নিতে পারছেন না নির্দল বিধায়করা। আগামী ২৫মে লোকসভা ভোট রয়েছে।তার আগে এই সমর্থন প্রত্যাহার বিজেপির নার্ভের চাপ বাড়াল।
Free Access