লাইফস্টাইল

Curry Leaves: কম বয়সে চুল পেকে বুড়ো হওয়া আর নয়! ঘরেই বানান ‘ম্যাজিক’ কারিপাতার সেরাম

কারিপাতা হল এমন এক ভেষজ উপাদান যা বহু প্রাচীনকাল থেকে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। কারিপাতা দিয়েই বাড়িতে সহজ ভাবে বাড়িতে বানিয়ে নিন হেয়ার সেরাম।

Truth of Bengal: কমবয়সিরাও আজকাল চুল পড়া ও অকালে চুল পেকে বুড়িয়ে যাওয়ার সমস্যায় ভুগছে। অনেকেই বাজারচলতি নানান রকম নামি-দামি রাসায়নিক মিশ্রিত বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু তাতে হিতে বিপরীত হয়। কিন্তু প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে সহজ সমাধান। কারিপাতা হল এমন এক ভেষজ উপাদান যা বহু প্রাচীনকাল থেকে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। কারিপাতা দিয়েই বাড়িতে সহজ ভাবে বাড়িতে বানিয়ে নিন হেয়ার সেরাম। ভিটামিন এ, বি, সি, প্রোটিন, অ্যান্টিঅক্সিড্যান্ট, ক্যালসিয়াম, লোহা সমৃদ্ধ কারিপাতা (Curry Leaves)।

অকালে চুলের পেকে বুড়িয়ে যাওয়া ও চুলের গোড়া মজবুত করে পড়ে যাওয়া আটকাতে কীভাবে তৈরি করবেন কারিপাতার হেয়ার সেরাম

১০-১২ টা টাটকা কারিপাতা নিন। ১ ইঞ্চি আদা নিন। ২টো ভিটামিন ই ক্যাপসুল নিন। আধ চামচ লেবুর রস নিন।

প্রণালী: কারিপাতা ভালো করে ধুয়ে নিন। মিক্সিতে কারিপাতা, আদা একসঙ্গে পেস্ট তৈরি করে নিন। পাতলা পরিষ্কার কাপড়ে বা চালুনিতে ছেঁকে রস বের করে নিন। সেই রসে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। লেবুর রস মিশিয়ে নিন। ভালো করে নাড়তে থাকুন। পরিষ্কার পাত্রে কারিপাতার সেরাম ভরে রাখুন। ফ্রিজে ৭ দিন পর্যন্ত রাখা যাবে। বেশি তৈলাক্ত চুলে সেরাম লাগানোর পর শ্যাম্পু করবেন। চুলে তেল লাগালে এক ঘণ্টা আগে সেরাম লাগান (Curry Leaves)।

সপ্তাহে ২-৩ বার ব্যবহার করবেন কারিপাতার সেরাম। মাথার তালুতে সেরামটা ভালো করে স্প্রে করে লাগিয়ে নিন। হালকা ম্যাসাজ করুন। ১ ঘণ্টা রেখে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। তবেই চুলে মিলবে সঠিক প্রাকৃতিক পুষ্টি ও সুরক্ষা।

অন্যদিকে, সেরামের পাশাপাশি চুলের স্বাস্থ্যরক্ষাতে ভীষণ কার্যকরী কারিপাতা ফোটানো জল (Curry Leaves)।

কীভাবে তৈরি করবেন কারিপাতা ফোটানো জল

কয়েকটি টাটকা কারিপাতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। বড়ো পাত্রে জল ফোটান। ফুটন্ত জলে ফেলে দিন টাটকা কারিপাতা। জল যতক্ষণ না সবুজ রঙের হয়ে যাচ্ছে আর সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোটান। ঠান্ডা করে ছেঁকে নিন। চুলে লাগান। শ্যাম্পুর সঙ্গে লাগাতে পারেন অথবা লাগিয়ে পরে শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। নিয়মিত করুন।

চুলে কারিপাতা ফোটানো জল বা কারিপাতা দিয়ে তৈরি সেরাম লাগালে কী উপকার হবে

১) কারিপাতা ফোটানো জল মাথার তালু পরিষ্কার করে। অতিরিক্ত তৈলাক্ত ভাব শুষে নেয় ও ময়লা পরিষ্কার করে। তালুর স্বাস্থ্য রক্ষা করে। চুলের গোড়া মজবুত করে। চুলের বৃদ্ধি ঘটায়। অকালে চুল পড়া আটকায়।

২) পরিবেশ দূষণের কারণে ধোঁয়া, ধুলো থেকে চুলের ক্ষতি হয়। অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ কারিপাতা ফোটানো জলে চুল ধুলে দূষণের হাত থেকে রক্ষা করে চুলকে।

৩) রুক্ষ, শুষ্ক চুলের পুষ্টি জোগায় কারিপাতা ফোটানো জল। চুলের ডগা ফাটা আটকায়।

৪) চুলের গোড়া মজবুত করে, ডগা ফাটা আটকায়। চুলের হারানো জেল্লা ও ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে কারিপাতা ফোটানো জল।

৫) অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিইনফ্লেমটরি গুণ থাকে বলে মাথার তালুতে হওয়া সংক্রমণ আটকায় কারিপাতা ফোটানো জল।

৬) হজমে সহায়তা করা উৎসেচক থাকে কারিপাতায়। খাবার ভালো ভাবে হজম হল, পেটের গন্ডগোল না হলে চুল ভালো থাকে। এছাড়াও কারিপাতার সুগন্ধ মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা দূর করে। উদ্বেগ দূর করতে হবে চুলের স্বাস্থ্য ভালো রাখতে (Curry Leaves)।

Related Articles