
The Truth of Bengal: উমা বাপেরবাড়ি ছেড়ে এখন কৈলাশে শিবের গৃহে ফিরে গেছেন। আকাশে বাতাসে এখন বিষাদের সুর।কিন্তু উৎসবের মরসুম চলছে। উৎসবের সময় আমাদের সাজের বহরও দ্বিগুণ হয়ে যায়। উৎসবের সময় হাতে সময় একেবারে কম। ত্বকের যত্ন নিতে ত্বকের সঠিক পরিচর্যা করতে একটু তো কসরত করতেই হবে। উজ্জ্বল ও কোমল ত্বক পেতে চটজলদি উপায় ওটস দিয়েই বানিয়ে নিন নানান ফেসপ্যাক। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ওটস দিয়ে নানান রকম ফেসপ্যাক তৈরি করবেন—
১) ওটস, লেবুর রস, মধু, বেসন দিয়ে তৈরি ফেসপ্যাক-একটা পাত্রে ২ চামচ ওটস নিয়ে তারমধ্যে এক চামচ মধু, এক চামচ লেবুর রস ও অল্প পরিমাণে বেসন নিয়ে ভালো করে মিশিয়ে একটা ফেসপ্যাক বানিয়ে মুখে, গলায় ও হাতে লাগিয়ে রাখুন। আধ ঘণ্টার মতো রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন।
২) ওটস, টকদই ও পাতিলেবু দিয়ে তৈরি ফেসপ্যাক-একটা পাত্রে ২ চামচ ওটস, ৩ চামচ টকদই ও এক চামচ পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিন। মুখে বিশেষত ব্ল্যাকহেডস রয়েছে এমন জায়গায় ভালো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন।
৩) ওটস ও গোলাপ জল দিয়ে তৈরি ফেসপ্যাক-২ চামচ ওটস ও গোলাপ জল মিশিয়ে একটা ফেসপ্যাক তৈরি করুন। মুখে মেখে নিন। কিছুক্ষণ হালকা হাতে ম্যাসাজ করুন। ঠান্ডা জলে ধুয়ে নিন। রোদে পোড়া ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে দারুণ কার্যকর।
৪) ওটস ও টমেটো দিয়ে তৈরি ফেসপ্যাক-একটা পাত্রে ৩-৪ চামচ ওটস নিয়ে তারমধ্যে ঠান্ডা জল দিন। ভালো করে মিশ্রণ ফেটিয়ে নিন। এরপর ওটা টমেটো কুচি দিয়ে ভালো করে ফোটান। ঠান্ডা হয়ে গেলে ও থকথকে পেস্টের মতো হলে মুখে লাগিয়ে রাখুন। ২০ মিনিট রেখে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিন।
Free Access