দেশের মধ্যে প্রথম, বাংলায় তৈরি হল তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য উন্নয়ন পর্ষদ
West Bengal sets up first development board for transgender people

Truth of Bengal: তৃতীয় লিঙ্গের মানুষদের সামাজিক স্বীকৃতি ও সমান অধিকারের দাবিতে পশ্চিমবঙ্গ একধাপ এগিয়ে। কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার তাঁদের অধিকার সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
বিধানসভায় নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা জানিয়েছেন, তৃতীয় লিঙ্গের মানুষরা পেনশন নয়, চান সম্মান, যা তাঁদের দিয়েছে ‘মা, মাটি, মানুষের সরকার’। তিনি বলেন, রাজ্যে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের জন্য উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে, যা তাঁদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পরিচয়ের স্বীকৃতিতে নতুন দিশা
তৃতীয় লিঙ্গের মানুষদের পরিচয়পত্র পেতে আর কোনও জটিল প্রক্রিয়ার মধ্যে যেতে হবে না। এখন শুধুমাত্র স্ব-ঘোষণার ভিত্তিতেই তাঁরা জেলা প্রশাসকের কাছ থেকে পরিচয়পত্র পেতে পারেন। এই পরিচয়পত্র তাঁদের চাকরি-সহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে সহায়তা করবে।
সচেতনতার ওপর জোর
কোভিড মহামারির সময় তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য বিশেষ টিকাকরণ শিবিরের আয়োজন করেছিল রাজ্য সরকার। কিন্তু তাঁদের প্রকৃত চাহিদা সম্মান ও সামাজিক স্বীকৃতি। সেই লক্ষ্যেই রাজ্য সরকার সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে। মানবী বন্দ্যোপাধ্যায়ের কলেজের অধ্যক্ষ হওয়া তারই উদাহরণ।
ভোটাধিকার ও অন্যান্য সুবিধা
তৃতীয় লিঙ্গের মানুষদের ভোটাধিকার নিশ্চিত করতে তাঁদের জন্য আলাদা ক্যাটাগরির দাবি তুলেছিল রাজ্য সরকার। এমনকি, তাঁদের জীবনমান উন্নয়নের জন্য নানা সরকারি প্রকল্পও চালু করা হয়েছে। এই পদক্ষেপগুলি পশ্চিমবঙ্গে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকারের স্বীকৃতি ও সামাজিক গ্রহণযোগ্যতা আরও দৃঢ় করছে।