কলকাতা

এখনই স্বস্তি নেই গরম থেকে, আবহাওয়া দফতরের পূর্বাভাসে আরও যা জানা যাচ্ছে

There is no respite from the heat right now, as more is known in the forecast of the Meteorological Department

The Truth Of Bengal : বিগত কয়েক দিন ধরে বেশ কয়েকটি জেলাজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। মাঝেমধ্যে সূর্যের দেখা মিললেও বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকছে আকাশ। আবার কখনো ভ্যাপসা গরম পড়ছে। বৃহস্পতিবার সকাল থেকে মেঘ ও সূর্যের লুকোচুরি চলছে। আর এই অবস্থায় আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎসহ ঝড়ের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামী তিন দিন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে ঝড়ো হাওয়া সাথে বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া। সপ্তাহের বাকি দিনে নতুন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বুধবার বজ্রবিদ্যুৎ সহ ভার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , ও কোচবিহারে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং কালিংপং এ ভারি বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে কলকাতার তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ আদ্রতা ছিল ৪৭ শতাংশ।

Related Articles