কলকাতামসনদের লড়াইরাজনীতিরাজ্যের খবর
Trending

২৪ ঘণ্টার মধ্যেই বাংলায় আসছেন স্পেশাল অবজারভার,

Special observer is coming to Bengal within 24 hours.

Truth Of Bengal: বুধবারেই রাজ্যে আসছে স্পেশাল অবজারভার। কয়েক ঘন্টা আগেই স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে অলোক সিনহাকে। বুধবার তিনি বাংলার ভোটের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসবেন। রাজ্যের নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক  করতে পারেন তিনি। সেই সম্ভাবনা রয়েছে বলে কমিশনের তরফে আভাস মিলেছে।ভোটের আগে সব স্তরে সমন্বয় বাড়ানোও সুষ্ঠু ভোটের ব্যবস্থাপনা পর্যালোচনা করতে চান অলোক সিনহা।

স্পেশাল অবজারভার মূলতঃ প্রথম দফার ভোটে ফোকাস করতে চাইছেন।এদিকে,   রাজ্যের ১০০ শতাংশ বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা।নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে কড়া পদক্ষেপ নিতে চায় কমিশন।এরমধ্যে  হোর্ডিং নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে।

জেলাশাসকদের   খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কমিশন।সব রাজনৈতিক দল যাতে সমানভাবে হোর্ডিং লাগাতে পারে তার ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।রাজ্যে স্পেশাল অবজারভারের জন্য হচ্ছে আলাদা অফিস তৈরি করা হচ্ছে। কলকাতার জেশপ বিল্ডিংয়ে হচ্ছে  সেই অফিস।  বুধবার  সকাল ৯.৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবেন   স্পেশাল অবজারভার।তারপরই তাঁর তত্পরতা শুরু হবে।

Related Articles