কলকাতাদেশরাজ্যের খবর

শিশুদের ডায়াবেটিস চিকিৎসায় এগিয়ে বাংলা, বাংলা মডেল কার্যকর করতে চায় কেন্দ্র

Center wants to implement the Bangla model to advance the treatment of children's diabetes

The Truth Of Bengal : ছোটদের ডায়াবিটিস চিকিৎসাতেও বাংলার নিঃশব্দ বিপ্লব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্প জাতীয় স্তরে আদায় করে নিল স্বীকৃতি। বাংলা মডেল দেশকে পথ দেখাচ্ছে।এবার বাংলার সরকারের পথ  অনুসরণ করতে চলেছে দেশ। বড়দের ডায়াবিটিস ক্লিনিক ছিলই। ছোটদের জন্যও এমন ক্লিনিক চালুর একটি প্রকল্প বছর তিনেক আগে পরীক্ষামূলক ভাবে চালু হয়েছিল এসএসকেএমে। সেই পাইলট প্রকল্পে দারুণ সাফল্য মেলার পর তা ধাপে ধাপে রাজ্যজুড়ে কার্যকর করতে এগিয়ে আসে স্বাস্থ্য দফতর।

রাজ্য সরকারের স্বাস্থ্যবন্ধু ও শিশু কল্যাণকামী প্রকল্প চিকিত্সা ক্ষেত্রে বিশেষ সহায়তা করেছে। দেখা যায়, আধুনিক চিকিত্সা পদ্ধতি শিশুদের সুস্থ করে তুলতে বড় সাহায্য করেছে। কচিকাঁচাদের মধ্যে কমছে রোগের প্রকোপ। এবার রাজ্যের সেই  প্রকল্প অনুসরণ করতে চায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অন্যান্য নানা প্রকল্পের মতোই  বেঙ্গল মডেলকে অনুসরণ করতে চায় কেন্দ্রের  বিজেপি সরকার।

বাংলার দেখেই শিশুদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চায় কেন্দ্র। সেই লক্ষ্যে কেন্দ্রের নন-কমিউনিকেবল ডিজিজ  প্রকল্প চালু হচ্ছে ।  বাংলায় সাফল্যের পর প্রকল্পটি নজরে এসেছে কেন্দ্রের। জাতীয় স্বীকৃতি মেলায় বাংলার  গৌরব বাড়ল বলে স্বাস্থ্য কর্তারা মনে করছেন। আধুনিক যুগে বড়দের মতোই ছোটদেরও নানা রোগ হচ্ছে। রোগের প্রকোপ বাড়ায় শিশুদের জীবন জেরবার হয়।বিশেষ করে ডায়াবেটিস বা বহুমূত্রের মতো রোগ শিশুজীবনে থাবা বসানোয় তাতে চিন্তা বাড়ছে শিশুর পরিবারগুলোর। এই অবস্থায় রাজ্যের  শিশুদের ডায়াবেটিস রোগ বাগে রাখতে কলকাতার মতোই জেলাতেও খোলা হয় জুভেনাইল ডায়াবেটিস ক্লিনিক।প্রথমে পরীক্ষামূলকভাবে ৪টি ক্লিনিক খোলা হলেও পরে তা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।এখন সারা দেশ সেই মডেলকে মেনে চলায় এই ব্যধি নিয়ন্ত্রণ অনেকটাই সুবিধা হবে বলে অনেকের অভিমত।

 

Related Articles