কলকাতা

ঘোষণা মতো চাকরি হারাদের এপ্রিল মাসের বেতন দিল সরকার

As announced, the government has paid the salaries of the jobbers for the month of April

The Truth of Bengal: সরকার আগেই জানিয়েছিল আপাতত চাকরিহারাদের বেতন দেবে রাজ্য সরকার। সেই মতো মঙ্গলবার এপ্রিল মাসের শেষ দিনে চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা পেলেন বেতনের টাকা। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এপ্রিল মাসের বেতন। এখন এই মামলা সুপ্রিম করতে বিচারাধীন। চাকরিহারাদের ভবিষ্যৎ কী হবে, তা নির্ধারণ করবে দেশের শীর্ষ আদালত। এমন অবস্থায় পূর্ব ঘোষণা মতো চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দিল সরকার।

নিয়োগ দুর্নীতি মামলায় গত ২২ এপ্রিল হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করে। ২০১৬ সালের যে প্যানেল ছিল তা সম্পূর্ণ বাতিল করা হয়। অযোগ্য চাকরিহারাদের আদালত ১২ শতাংশ সুদ-সহ বেতন ফেরানোর নির্দেশও দেওয়া হয়। রায়কে চ্যালেঞ্জ করে সরকার ও চাকরিহারাদের একাংশ সুপ্রিম করতে গিয়েছে। সেই মামলার পরবর্তী শুনানি আছে আগামী সোমবার।

শ্রম আইন অনুসারে, কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয়। সেই আইন মেনেই চাকরিহারাদের এপ্রিলের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। চাকরি হারানো ২৫,৭৫৩ জন প্রত্যেকেই এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন, তাই তাঁদের বেতন দেওয়া হবে। সেই মতো তাঁদের এপ্রিল মাসের বেতন দেওয়া হল।

Related Articles