
The Truth Of Bengal : দু’দিনের সফরে কলকাতায় আসছেন অমিত শাহ । আজ রাত পৌনে ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দর থেকে যাবেন নিউটাউনের একটি হোটেলে। পরের দিন অর্থাৎ, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ মহাত্মা গাঁধী রোডে একটি গুরুদ্বারে যাবেন অমিত শাহ । এরপর সাড়ে ১১টা নাগাদ কালীঘাট মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে পুজো দিয়ে নিউটাউনের হোটেলে ফিরবেন।
সেখানে বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে শাহর। প্রায় ৩ ঘণ্টা বৈঠকের পর ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় বৈঠক সেরে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। শাহর লক্ষ্য়, আগামী লোকসভা নির্বাচনে দলের রণকৌশল চূড়ান্ত করা । রাজ্যের ৪২টি আসনেই কীভাবে দল লড়বে তা ঠিক করা। সেই লক্ষ্যে, এর আগে যখন তিনি রাজ্যে এসেছিলেন তখন নির্দেশ দিয়েছিলেন, প্রত্যেকটা লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট দিতে।
সেই অনুযায়ী, কীরকম প্রার্থী দিতে হবে, সংগঠনকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, কী ধরনের রাজনৈতিক কর্মসূচি নিতে হবে…গোটা বিষয়টি নিয়ে টানা ৩ ঘণ্টা ধরে তিনি বৈঠক করবেন। তারপর সেখান থেকে বেরিয়ে তিনি যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে। সেখানে দলীয় কর্মীদের নিয়ে তিনি সভা করবেন। সেখানে বক্তব্যও রাখবেন তিনি। সেখান থেকে বেরিয়ে সোজা হোটেল, তারপর চলে যাবেন বিমানবন্দরে। দিল্লি ফিরে যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর ।
FREE ACCESS