কলকাতা

নিউটাউনে গতির বলি এক তরুণী! বেলঘরিয়া হাইওয়েতেও পথ দুর্ঘটনা, আহত ৩

A young woman died in a speeding accident in Newtown! Road accident on Belgharia Highway, 3 injured

Truth Of Bengal: শুক্রবার নিউটাউনে ভয়াহব পথ দুর্ঘটনা! দুর্ঘটনার জেরে মৃত এক তরুণী, জখম আরও ২। এই দুর্ঘটনাটি ঘটেছে নিউটাউনের শাপুরজি ব্রিজ সংলগ্ন আলাকায়। কিন্তু ঘন কুয়াশা নাকি বেপরোয়া গতির জেরে এই দুর্ঘটনা তা এখনও অস্পষ্ট, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মৃত তরুণী নদিয়ার বাসিন্দা, নাম ম্যাকনালী দাস, তবে তিনি শাপুরজি আবাসনে থাকতেন বলে খবর।

পুলিশ সূত্রে খবর, এদিন একজন মহিলা-সহ মোট তিনজন শাপুরজি ব্রিজ থেকে একটি বাইকে করে শাপুরজি আবাসনের দিকে যাচ্ছিল। কিন্তু ব্রিজ থেকে নেমে কিছুটা এগোতেই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা খায় ডিভাইডারে। এরপর বাইক থেকে ছিটকে যায় চালকসহ তিন জন। বাইকের পেছনের সিটে বসে ছিল ওই তরুনী। ছিটকে পড়ে মাথায় গভীর আঘাত পায়। বাকি দু’জন সঙ্গীও আহত হয়। সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় টেকনোসিটি থানার পুলিশ। এরপর তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় তারা। হাসপাতালে কর্মরত চিকিৎসক তরুনীকে মৃত বলে ঘোষণা করেন।

প্রসঙ্গত, এদিন সাতসকালে বেলঘরিয়া হাইওয়েতেও ঘটে যায় এক পথ দুর্ঘটনা। শুক্রবার এয়ারপোর্টের দিকে আসছিল অ্যাপ ক্যাব সংস্থার একটি গাড়ি। ঢালাই কারখানার কাছাকাছি আসতেই একটি বালি বোঝাই লরি এসে ওই গাড়িটিকে পেছন থেকে থাক্কা মারে। এই দুর্ঘটনায় স্বল্পবিস্তার আহত হয়েছেন চালক-সহ তিনজন। এরপর ঘটনাস্থলে পৌঁছায় বেলঘড়িয়া থানার পুলিশ। আটক করা হয়েছে লরির চালককে।

Related Articles