চাকরি

হেল্থ সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান নিয়োগ  করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

Jadavpur University is recruiting doctors And technicians centers

The Truth of Bengal: বিশেষজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান নিয়োগ করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আই স্পেশালিষ্ট, ইএনটি স্পেশালিষ্ট, স্কিন স্পেশালিস্ট আর প্যাথোলজি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। এবিষয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রতিটি ক্ষেত্রের শূন্যপদ ১টি করে। প্রতিটি পার্ট টাইম কাজ। ইএনটি স্পেশালিষ্টদের ক্ষেত্রে ৫ বছরের এমবিবিএস ডিগ্রি ছাড়াও এমসিআই স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইএনটিতে ডিগ্রি বা ডিপ্লোমা। হাসপাতালে ন্যূনতন ৩ বছরের কাজের অভিজ্ঞতা। স্কিন স্পেশালিষ্টদের ক্ষেত্রে ৫ বছরের এমবিবিএস ডিগ্রি ছাড়াও এমসিআই স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডার্মেটোলজিতে ডিগ্রি বা ডিপ্লোমা। হাসপাতালে ন্যূনতন ৩ বছরের কাজের অভিজ্ঞতা। প্যাথোলজি টেকনিশিয়ানের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা। যে কোনো ল্যাবরেটরিতে অটো বা সেমি অটো অ্যানালাইজার, এলিজা রিডার, মাইক্রোস্কোপ, ইলেকট্রোলাইট অ্যানালাইজার প্রভৃতি যন্ত্রপাতি নিয়ে কাজ করার ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা।

শিক্ষাগত যোগ্যতা: আই স্পেশালিষ্টদের ক্ষেত্রে এমসিআই স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অপথ্যালমোলজিতে ডিগ্রি ও ডিপ্লোমা। ৫ বছরের এমবিবিএস ডিগ্রি। হাসপাতালে ন্যূনতন ৩ বছরের কাজের অভিজ্ঞতা।

কাজের সময়: আই স্পেশালিষ্ট, ইএনটি স্পেশালিষ্ট আর স্কিন স্পেশালিষ্টদের প্রতিদিন ২ ঘণ্টা করে কাজ। টেকনিশিয়ানের কাজ প্রতিদিন ৩ ঘণ্টা করে।

বেতন: আই স্পেশালিষ্ট, ইএনটি স্পেশালিষ্ট আর স্কিন স্পেশালিষ্টদের ক্ষেত্রে প্রতিদিন ৭০০ টাকা করে। ল্যাব টেকনিশিয়ানদের ক্ষেত্রে মাসে ১০ হাজার টাকা।

আগ্রহী চাকরিপ্রার্থীদের সাদা কাগজে বায়োডেটা ও প্রয়োজনীয় নথিপত্র সমেত আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে ( Registrar, Jadavpur University, Aurobindo Bhavan, 188, Raja S.C Mallick Road, Jadavpur, Kolkata-700032)- র কাছে। সপ্তাহে যে কোনো কাজের দিনে ২৫ আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

Related Articles