
The Truth of Bengal,Mou Basu: স্বল্প মেয়াদের অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স চালু করল দেশের প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর। অনলাইন এই মার্কেটিং কোর্সে ভর্তির জন্য এখন থেকেই আবেদন নেওয়া শুরু করেছে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ জানিয়েছে, নয়া কোর্সের ক্লাস শুরু হবে আগামী বছর ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে। ক্লাস চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ অর্থাৎ যে প্রথম আসবে সে ভর্তি ও ক্লাস করার সুযোগ পাবেন।
সর্বোচ্চ ৫০ জন পড়ুয়া আইআইটি খড়গপুরে ডিজিটাল মার্কেটিংয়ে এই কোর্স করার সুযোগ পাবেন। অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে আগামী বছর ১০ জানুয়ারি পর্যন্ত। আইআইটি খড়গপুরের কোনো পড়ুয়ার এই কোর্স করতে কোনো ফি দিতে হবে না। তবে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের এই স্বল্প মেয়াদের ডিজিটাল মার্কেটিংয়ের ওপর কোর্স করতে ফি দিতে হবে ৫,৯৫০ টাকা।
ইন্ডাস্ট্রি ও ফ্যাকাল্টি মেম্বারদের এই কোর্স করতে ফি দিতে হবে যথাক্রমে ১১,৮০০ টাকা ও ৮,৮৫০ টাকা। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের পাশাপাশি স্টার্ট আপ সংস্থা ও উদ্যোগপতিদের কথা ভেবে এই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স তৈরি করা হয়েছে। এই কোর্সে হাতেকলমে শেখানো হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব মার্কেটিং, পারফর্ম্যান্স ভিত্তিক মার্কেটিংয়ের নানা কৌশল।