আন্তর্জাতিক
Trending

“ঘরের স্ত্রী’দের শাড়িগুলো পুড়িয়ে দিচ্ছেন না কেন?”- ভারতীয় পণ্য বয়কট করার দাবীতে বিএনপি-কে একহাত শেখ হাসিনার

The Truth Of Bengal Desk: বেশকিছু দিন ধরে বাংলাদেশের বিএনপি দলের কর্মকর্তারা ভারতীয় পণ্য বয়কট করার দাবী করে চলেছে। যার কারণে তাদের কে, বাড়ির চাদর পোড়াতেও দেখা গিয়েছিল। তবে এবার সেই বিএনপি দলের কর্মকর্তাদের ধমক দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধীদের করা এই বয়কট’কে যে শেখ হাসিনা সমর্থন করছেন না তা আগেই স্পষ্ট ছিল কিন্তু এবার সরাসরি নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনা, এবং বিএনপি-কে একহাত নিয়ে তিনি এও বলেছেন, “আপনাদের বাড়ির বউদের কটা করে ভারতীয় শাড়ি আছে?” বাড়ি থেকে বিছানার চাদর এনে পোড়াতে বারণ করেন তিনি এবং তোপ ছুঁড়ে দেন বিরোধীদের দিকে সঙ্গেই আরও বলেন যে, “ঘর থেকে নিজেদের স্ত্রী’দের শাড়ি এনে পোড়ান না!”

বাংলাদেশ ভারতের নানান শস্য থেকে পণ্যের ওপর নির্ভরশীল একটি রাষ্ট্র। পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু পণ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল বাংলাদেশ। বহু ভারতীয় সংস্থা রয়েছে যেগুলি বাংলাদেশের উপর নির্ভরশীল নিজেদের পণ্য উৎপাদনও করবার  জন্য৷ সাবান থেকে শুরু করে দু চাকা, চার চাকার গাড়ি, নানান খাদ্য দ্রব্য এই তালিকায় রয়েছে সঙ্গে বহু পণ্য ভারত থেকে সরাসরি ওখানে পাঠানো হয়ে থাকে। সেখানে এই সকল ভারতীয় সংস্থা ও পণ্য গুলির বিরুদ্ধেও একই ধরনের প্রচার চলছে, তাদের বয়কট করার জন্য। কিছুদিন আগেই বাংলাদেশে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। এবং হাসিনার নির্বাচনে জেতার জন্য নাকি ভারতের ভূমিকা রয়েছে বলেই দাবী করছে বিএনপি।

Related Articles