ব্রিটেনে চলন্ত ট্রেনের মধ্যে হামলা! আহত অন্তত ১০ জন যাত্রী, গ্রেফতার ২
প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন, যাঁদের মধ্যে ন’জনের অবস্থা আশঙ্কাজনক।
Truth Of Bengal: ব্রিটেনে চলন্ত ট্রেনের মধ্যেই ছুরি হাতে যাত্রীদের উপর হামলা চালাল দুষ্কৃতীরা। কেমব্রিজশায়ারের কাছে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ডঙ্কাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রীতে ঠাসা ট্রেনের মধ্যেই হঠাৎ কয়েকজন দুষ্কৃতী যাত্রীদের লক্ষ্য করে এলোপাথাড়ি কোপাতে শুরু করে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন, যাঁদের মধ্যে ন’জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের দ্রুত হান্টিংডনের কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় ট্রেনের ভিতরে, ফলে কয়েকজন যাত্রী পদপিষ্টও হন বলে জানা গিয়েছে।খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ। ট্রেনটিকে হান্টিংডন স্টেশনে থামিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। ধৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এই হামলার ঘটনায় কত জন জড়িত ছিলেন তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে হামলায় আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এক ব্যক্তি বড় ধারালো অস্ত্র হাতে যাত্রীদের ভয় দেখাতে শুরু করেন। আতঙ্কে ট্রেনের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়। সেই সময়ই তিনি এলোপাথাড়ি কোপাতে শুরু করেন।
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এক্স-এ পোস্ট করে তিনি লেখেন, হান্টিংডনের কাছে ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। দ্রুত পদক্ষেপের জন্য জরুরি পরিষেবার সকল কর্মীদের ধন্যবাদ জানাই।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে ধারণা, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছিল। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ব্রিটেনজুড়ে।


