ইরাকে বিদেশী সেনা প্রত্যাহারের প্রথম দফার আলোচনা বাগদাদ ও ওয়াশিংটনে
The first round of talks on the withdrawal of foreign troops from Iraq is in Baghdad and Washington

The Truth Of Bengal : ইরাকে প্রায় আড়াই হাজার বিদেশী সেনা রয়েছে। এবার ইরাক থেকে প্রত্যাহার করা হবে বহু বিদেশী সেনা সহ যুক্তরাষ্ট্রের সেনাদের। এই বিষয়ে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে প্রথম দফার আলোচনা হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইরাকের প্রধান মন্ত্রী, ইরাকের সশস্ত্র সেনাবাহিনী ও মার্কিন নেতৃত্বাধীন জোটের কর্মকর্তারা। ইরাক সরকারের মতে সেনাদের প্রত্যাহারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হবে ।
প্রসঙ্গত, ২০১৪ সালে ইরাকে মার্কিন ও বিদেশী সেনা মোতায়েন করা হয়েছিল। ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইসিস এর গতিবিধি নজর রাখার জন্য এই বিদেশী সেনা মোতায়েন করা হয়েছিল। ২০১৪ সালে এই জঙ্গি গোষ্ঠী ইরাক ও সিরিয়ার বিশাল অংশ নিজেদের দখলে রেখেছিল। ইজরায়েল ও হামাসের সংঘাতের পর থেকেই একের পর এক আক্রমণ চলে ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনাবাহিনীর উপর। মার্কিন মুলুকের মতে মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনাবাহিনীর উপর হামলা চালায় ইরানের সঙ্গে যুক্ত থাকা গোষ্ঠীগুলি। এই আক্রমণের পাল্টা উত্তর দেয় মার্কিন মুলুক।
২০২৩ সালে আগস্ট মাসে ওয়াশিংটনে হওয়া একটি বৈঠকের পর থেকেই সেনা প্রত্যাহার করার কথা আলোচনা করা হয়েছে। ইতিমধ্যেই ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি ইরাক থেকে বিদেশী সেনাদের দেশ ছেড়ে যাওয়ার কাথা জানিয়েছেন। তাঁর এই সিধান্তের সমর্থন করেছে ইরানের সঙ্গে সুসম্পর্ক থাকা দলগুলি।
FREE ACCESS