আন্তর্জাতিক

বৃষ্টি হতেই জালে উঠল প্রচুর পরিমানে ইলিশ, মুখে হাসি বাংলাদেশী মৎসজীবীদের

The Bangladeshi fishermen have a big smile on their faces because of the rain

The Truth of Bengal: দিন কয়েক ধরেই মাছ ধরতে গিয়ে নরাশ হতে হয়েছে মৎস্যজীবীদের। ইলিশের দেখা পাওয়ার আশায় কার্যত জল পড়েছিল তাদের। এবার সামন্য বৃষ্টি হতেই মৎস্যজীবীদের অপেক্ষার অবসান। মুখে ফুটল চওড়া হাসি। এবার জাল ফেলা মাত্রই জালে উঠল প্রচুর পরিমানে ইলিশ মাছ। এখন সেই সমস্ত মাছের ঙালো দাম পাওয়ার আশায় বুক বাঁধছেন মৎস্যজীবীরাই। সেইসঙ্গে পরবর্তীতে আরও বেশি পরিমানে ইলিশ পাওয়ার আশা করছেন তারা।  নোয়াখালির হাতিয়ায় বঙ্গোপসাগরে দেখা মিলিছে এই ইলিশের।

এক একটি ট্রলার থেকে মিলিছে ৩৫ মন ইলিশ। ওই এক ট্রলারেই প্রায় সাড়ে পাঁচ হাজার ইলিশ ছিল বলে জানা যায়। নিলামে ১৬ লাখ ৬৪ হাজার টাকায় এই ইলিশ বিক্রি হয়েছে। শুক্রবার দুপুর থেকে রাত ১০ টা পর্যন্ত এই ইলিশ বিক্রি বাট্টার কাজ চলেছে। হাতিয়া মৎস্য সমিতি সূত্রে খবর, হাতিয়া উপকূলে মোট ৫০০ টি ফিশিং বোট ও ট্রলারে করে মাছ ধরতে যাওয়া হয়। তবে প্রত্যকটি বোটে বা ট্রলারে সমান ভাবে মাছ এসে পৌঁছয় না। তবে গত বেশ কয়েকদিনে যে পরিমান ইলিশ জালে ধরা পড়ছিল , তার তুলনায় এবারের জালে ইলিশের পরিমান বলে দিচ্ছে ভবিষ্যতে আরও অনেক বেশি ইলিশ জালে ধরা পড়তে চলেছে। সেই আশাতেই রয়েছেন মৎসজীবীরা।

Related Articles