আন্তর্জাতিক

বায়ুদূষণের কারণে বিপর্যস্ত অবস্থা পাকিস্তানে, ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা

State of emergency due to air pollution in Pakistan

The Truth Of Bengal : পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাব শীতের শুরুতেই ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। অবস্থা বেগতিক দেখে পাঞ্জাবের রাজধানী লাহোরসহ উত্তর-পূর্ব পাকিস্তানের কিছু শহরে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দূষণ কমাতে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত মোট চার দিন এ পরিস্থিতি জারি থাকবে। চার দিন ওই তিন জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে। প্রাদেশিক সরকারের দেওয়া এ ঘোষণা অনুযায়ী, ওই চার দিন তিন জেলার সব বাজার, শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা হল, জিমনেসিয়াম, স্কুল ও সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

লাহোর ছাড়াও গোজরানওয়ালা ও হাফিজাবাদ জেলায় এ ঘোষণা কার্যকর হবে। এই তিন জেলায় সরকারি ও বেসরকারি যানবাহন চলাচলও সীমিত থাকবে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, ওষুধের দোকান, পেট্রলপাম্প, বেকারি, মুদিদোকান, দুগ্ধজাত দ্রব্যের দোকান, সবজি ও মাংসের দোকান খোলা থাকবে। প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মোহসিন নকভি বলেছেন, এই তিন জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি বলেছেন, আগামী বৃহস্পতি ও শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ওই তিন জেলায়। আর শনি ও রোববার সাপ্তাহিক ছুটির দিন। মুখ্যমন্ত্রী বলেন, সরকার কারখানাগুলো বন্ধ করবে না। লাহোরে দূষিত ধোঁয়া বন্ধ করা দরকার। শহরটির পরিবেশের জন্য বিশ্রাম দরকার।

মোহসিন নকভি বলেন, ‘শিশু ও বয়স্ক ব্যক্তি অ্যাজমা ও চোখের অসুখে আক্রান্ত হচ্ছে।’ বিশ্বের শহরগুলোর বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান । বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, লাহোর প্রায় দুই সপ্তাহ ধরে বিশ্বে বায়ুদূষণে শীর্ষে রয়েছে। সোমবার শহরটি শীর্ষ অবস্থানে আছে। শহরটির স্কোর ৪৫৫। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাঁদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা, জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাঁদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

FREE ACCESS

Related Articles